রাজধানীর রমনায় বেইলি রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে আনসার সদস্যদের বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক মোহাম্মদ আশিক (২৬) নিহত হয়েছেন। ওই মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু আহত হয়েছেন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনসার সদস্যরা ওই তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আনসার সদস্য মোহাম্মদ ফয়েজ বলেছেন, “ডিউটি শেষে আমাদের বহনকারী একটি গাড়ি যমুনায় ঢোকার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন জন আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আশিক নামের এক যুবককে মৃত ঘোষণা করেন।”

নিহতের বন্ধু রাসেল আহমেদ বলেছেন, “আমাদের বন্ধু আশিক সৌদি প্রবাসী ছিল। রাতে আমরা তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়ে বেইলি রোডে যমুনার সামনে দুর্ঘটনার কবলে পড়ি। আশিকের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভবানীপুর গ্রামে। তার বাবার নাম আমির হামজা।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানিয়েছেন, আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজধানীর বেইলি রোডে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর রমনায় বেইলি রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে আনসার সদস্যদের বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক মোহাম্মদ আশিক (২৬) নিহত হয়েছেন। ওই মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু আহত হয়েছেন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনসার সদস্যরা ওই তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আনসার সদস্য মোহাম্মদ ফয়েজ বলেছেন, “ডিউটি শেষে আমাদের বহনকারী একটি গাড়ি যমুনায় ঢোকার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন জন আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আশিক নামের এক যুবককে মৃত ঘোষণা করেন।”

নিহতের বন্ধু রাসেল আহমেদ বলেছেন, “আমাদের বন্ধু আশিক সৌদি প্রবাসী ছিল। রাতে আমরা তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়ে বেইলি রোডে যমুনার সামনে দুর্ঘটনার কবলে পড়ি। আশিকের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভবানীপুর গ্রামে। তার বাবার নাম আমির হামজা।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানিয়েছেন, আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ