অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে নবোদ্যম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শরীফ ওবায়েদুল্লাহর বই ‘স্বপ্নের বাংলাদেশ: পথ না হোক শিশুর ঠিকানা’। তিনি সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনসংগ্রাম ও তাদের উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে লিখেছেন বইটি।

এছাড়া তিনি পথশিশুদের বাস্তব পরিস্থিতি, তাদের দৈনন্দিন জীবন, রাষ্ট্রীয় উদ্যোগ ও প্রয়োজনীয় পদক্ষেপের কথা তুলে ধরেছেন। বইটির প্রচ্ছদ করেছেন শাওন মাহমুদ। প্রকাশ করছে বইমই প্রকাশনী। রকমারি ডটকমসহ বইমই প্রকাশনীর ১৪৭ নম্বর স্টলে পাওয়া যাবে।

শরীফ ওবায়েদুল্লাহ বলেন, “প্রতিটি শিশু একটি ফুলের মতো, যার বিকাশ ও প্রস্ফুটন নির্ভর করে যত্ন ও পরিচর্যার উপর। কিন্তু আমাদের চারপাশের অনেক শিশু সেই যত্ন ও সুরক্ষার বাইরে পড়ে আছে। পথশিশুরা আমাদের সমাজের এমন একটি অংশ, যারা প্রতিদিন নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। তাদের জীবন সংগ্রাম আমাদের মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধকে নতুন করে প্রশ্নবিদ্ধ করে।”

আরো পড়ুন:

বইমেলায় সাইফুলের ‘ছোটদের ইংলিশ থেরাপি’

বইমেলায় কুবি শিক্ষিকার গল্পগ্রন্থ ‘বুমেরাং’

তিনি বলেন, “এই বইটি সেসব পথশিশুদের জীবনের গল্প এবং তাদের প্রাপ্য অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরতে এক বিনম্র প্রচেষ্টা। বাংলাদেশের দ্রুত নগরায়ন এবং সামাজিক অসমতার কারণে পথশিশুদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ শিশুরা কেবল খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা থেকে বঞ্চিত নয়, বরং সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হওয়ার জন্যও নানা বাধার সম্মুখীন। তাদের প্রতি অবহেলা আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য বড় বাধা।”

“এক যুগ ধরে পথশিশুদের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের জীবন, দুঃখ, আনন্দ ও আশা-আকাঙ্ক্ষার অনেক গল্প শুনেছি। তাদের প্রতিদিনের লড়াই আমাকে শুধু অনুপ্রাণিতই করেনি, বরং আমাকে এক নতুন চোখে জীবনকে দেখতে শিখিয়েছে। এ বইয়ের প্রতিটি অধ্যায় সেই অভিজ্ঞতার প্রতিফলন,” শরীফ যোগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শরীফ সমাজের অবহেলিত পথশিশুদের জন্য নিবেদিতপ্রাণ। তিনি নবোদ্যম ফাউন্ডেশন ও সেভ দ্য টুমরো স্কুলের প্রতিষ্ঠাতা, যা এক যুগ ধরে দেশের বিভিন্ন প্রান্তে পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তা প্রদানে কাজ করছে। তিনি দেশের জাতীয় দৈনিকে পথশিশুদের সমস্যা নিয়ে নিয়মিত লেখালেখি করেন।

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র জ বন আম দ র বইম ল

এছাড়াও পড়ুন:

শফিক রিয়ানের উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবে না’

অমর একুশে বইমেলায় নতুন সংস্করণে প্রকাশিত হয়েছে তরুণ লেখক শফিক রিয়ানের উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবে না’। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।

প্রকাশ করছে বইমই প্রকাশনী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। বইটি রকমারি ডটকমসহ বইমই প্রকাশনীর ১৪৭ নং স্টলে পাওয়া যাবে।

শফিক রিয়ান জানান, উপন্যাসটি সবার পড়া উচিত। বিশেষ করে যারা নারী অধিকার, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। তাদের জন্য ‘আজ রাতে চাঁদ উঠবে না’ বইটি অপরিহার্য।
 

আরো পড়ুন:

‘অনুমতি ছাড়া অনূদিত বই প্রকাশ সম্পূর্ণ অবৈধ’ 

বইমেলায় এসেছে রুহুল আমিনের ‘মোহ কাঠের নৌকা’

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • শফিক রিয়ানের উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবে না’