সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ
Published: 22nd, February 2025 GMT
সম্পর্কটা তাদের মধ্যে অনেক আগের থেকেই ভালো। সাকিব আল হাসান যখন সাকিব হয়ে-ও ওঠেননি তখন তাকে চড়া মূল্যে নিজের ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে নিয়েছিলেন ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল। এরপর মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জে সাকিবকে সাথে নিয়েই দল গড়েছেন বাদল।
নাজমুল হাসান পাপনের বোর্ড ক্ষমতায় আসার পর তাদের সমালোচনা করায় তাকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর নানা জটিলতায় পড়ে দেশ ত্যাগও করতে হয় তাকে। তবে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখেননি। নিজের দল লিজেন্ডস অব রূপগঞ্জকে পরিচালনা করেছেন দারুণভাবে। এ সময়ে তার দল চ্যাম্পিয়ন হতে না পারলেও ভালো পারফরম্যান্স করে ছিলেন আলোচনায়। বাদল দেশে না থাকলেও তার দলে খেলেছেন সাকিব।
দেশে ক্ষমতা পরিবর্তনের পরপরই বাদল ফিরে আসেন। আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেজন্য দলবদল শুরু হয়েছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে। আগামীকালও হবে দলবদল। বাদলের লিজেন্ডস অব রূপগঞ্জ দলবদলের প্রথম দিনই আলোচনায়। কেননা বাদলের রূপগঞ্জ সাইন করিয়েছে সাকিবকে। মিরপুর হোম অব ক্রিকেটের সিসিডিএম অফিসে বাদল নিজে সাকিবের ফর্ম তুলে আনুষ্ঠানিকতা শেষে জমা দিয়েছেন। গত বছর শেখ জামালের হয়ে খেলেছেন সাকিব। এবার তার পুরোনো ঠিকানা রূপগঞ্জ।
আরো পড়ুন:
‘যারা আছে তারা যোগ্য’- সাকিবের না থাকার মন্তব্যে লিপু
নিষিদ্ধই থাকছেন ‘বোলার’ সাকিব
কিন্তু সাকিব খেলতে পারবেন কিনা সেটাই বিরাট প্রশ্নের। মিরপুরে খেলে টেস্ট থেকে অবসর নিতে পারেননি তিনি। খেলতে পারেননি বিপিএলেও চিটাগং কিংসের হয়ে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার দেশে ফেরা হয়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। সঙ্গে মাঠে ফেরা নিয়েও রয়েছে শঙ্কা। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন। দুইবার পরীক্ষা দিয়েও পারেননি উতরাতে।
ঢাকা লিগে খেলতে হলে তাকে প্রথমে দেশে ফিরতে হবে এবং একই সঙ্গে বোলিং অ্যাকশনেও পাস করতে হবে। রূপগঞ্জের চেয়ারম্যান বাদলের বিশ্বাস সব বাধা পেরিয়েই সাকিবকে পাওয়া যাবে ঢাকা লিগে।
‘‘আমি মনে করি ও (সাকিব) একটা দেশের সম্পদ। এই সম্পদ এতো তাড়াতাড়ি হারিয়ে যাবে, ঝরে যাবে…এটা আমি অনুভব করছি। ওকে যেভাবেই হোক রেসকিউ করে হলেও মাঠে আনতে হবে। ওর এখনো অনেক কিছু দেওয়ার মতো আছে। আমার সাথে যেটা কথা হয়েছে, কিছুদিন পর ইংল্যান্ডে যাচ্ছে তৃতীয় টেস্ট দিতে যাবে (বোলিং অ্যাকশন) রোজার মধ্যে। একজন কোচও নিয়েছে ইংল্যান্ডের। কোচ অ্যাগ্রি করলে আবার পরীক্ষা দেবে। পরীক্ষায় পাস করলে আমার ধারনা সে বাংলাদেশে এসে খেলতে পারবে। আমরা তাকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। সেজন্যই তো নেওয়া। নইলে আমরা নেব কেন? যদি না-ই খেলতে পারে।’’
সিসিডিএম জানিয়েছে, জাতীয় দলে খেলার অ্যাসাইনমেন্টে যারা বাইরে আছে এবং নিজেদের ব্যক্তিগত কাজে যারা বাইরে আছে তাদের দলবদল অনলাইনে করার সুযোগ রয়েছে। সাকিবের ক্ষেত্রে সেই সুযোগটিই নিয়েছে রূপগঞ্জ। তার রেজিস্ট্রেশন নম্বর ৯৩৫০।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন র পগঞ জ
এছাড়াও পড়ুন:
তৃতীয় দিনটা বৃষ্টি আর নাজমুলের
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ার পর মাঠেই ছিলেন আম্পায়াররা। আকাশ পরিষ্কার হয়ে আলোর সংকট কাটে কিনা সেটি দেখতে মিনিট দশেক অপেক্ষা করেছেন তাঁরা। এরপর ঘোষণা দিয়েছেন আজ আর খেলা সম্ভব নয়।
দেরিতে শুরু আর আগেভাগেই শেষ হওয়া সিলেট টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে। জিম্বাবুয়ের চেয়ে এখন ১১২ রানে এগিয়ে নাজমুল হোসেনের দল। দলের ভরসা হয়ে টিকে আছেন অধিনায়ক নাজমুল হোসেন। আগামীকাল চতুর্থ দিনটা ৬০ রানে শুরু করবেন নাজমুল। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে তাঁর সঙ্গী জাকের আলী অপরাজিত ২১ রানে।
বৃষ্টির কারণে দিনের খেলা শুরু হয় দুপুর ১টা। এরপর খেলা হতে পারে ৪৪ ওভার। ১ উইকেট ৫৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ যোগ করতে পেরেছে ১৩৭ রান।
বৃষ্টিভেজা দিনে ইনিংসের শুরুতে নাজমুল বোলারদের ওপর চড়াও হলেও ধীরে ধীরে ফিরেছেন প্রথাগত টেস্টে মুডে। বিশেষ করে ২৬ রানের একবার জীবন পাওয়ার পর। জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াউচি নাজমুলকে আক্রমণাত্মক হয়ে ওঠার প্ররোচনা দিয়েছেন বারবারই।
উদাহরণ হিসেবে ইনিংসের ৩৫তম ওভারের কথা বলা যেতে পারে। নিয়াউচির করা সেই ওভারে ষষ্ঠ-সপ্তম স্টাম্পের পাঁচ–পাঁচটি বল ছেড়েছেন বাংলাদেশ অধিনায়ক। পুরো ইনিংসে অফ স্টাম্পের বেশ বাইরের বলগুলোতে ছিলেন বাড়তি সতর্ক। ভুল যে করেননি তা নয়!
৩৮তম ওভারে মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বল তাড়ায় দ্বিতীয় স্লিপের পাশ দিয়ে বল যায় বাউন্ডারিতে। তৃতীয় স্লিপ থাকলে অনায়াসে হতে পারত ক্যাচ। তবে দ্বিতীয় স্লিপে থাকা শন উইলিয়ামসের হাতে লেগে বল চলে যায় বাউন্ডারিতে। এরপর ব্যাট ছুড়ে নাজমুল যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাতেই বোঝা গেছে নাজমুলের আজ ভুল করতে মানা! প্রথম ইনিংসে মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে মারতে গিয়ে ৪০ রানে আউটের পরই হয়তো এই উপলব্ধি তাঁর।
নাজমুল যা পেরেছেন সিলেটে আজ তা পারেননি মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দুজনের বিষয়টি অবশ্য ভিন্ন। বাঁহাতি মুমিনুল সকাল থেকে বাংলাদেশের স্কোরবোর্ড টেনেছেন। তবে ব্যক্তিগত ৪৭ রানে মনযোগ হারান এই ব্যাটসম্যান। নিয়াউচির অফ স্টাম্পের বাইরে পাতা ফাঁদে ধরা পড়েন মুমিনুল।হক। ক্যাচ দেন নিয়াশা মায়াভোর গ্লাভসে।
অফ স্টাম্পের বাইরের শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি মুমিনুল। ব্যাটে লেগে ক্যাচ যায় উইকেটরক্ষক মায়াভোর কাছে। ভাঙে ৯১ বল স্থায়ী ৬৫ রানের জুটি।
মুশফিক ফেরেন এর পরপরই। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে বসেন মুশফিক। ৪ রান করা মুশফিকের সহজ ক্যাচ নেন আরভিন।
দিনের বাকি যে সময়টুকুতে খেলা হয়েছে, তাতে ভালোভাবেই সামলেছেন নাজমুল ও জাকের আলী। ১০৩ বলে ৭ চারে ৬০ রানে খেলছেন নাজমুল । ৩ চারে ৬০ বলে জাকের আলীর রান ২১।
সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ১৯১ ও ৫৭ ওভারে ১৯৪/৪ (সাদমান ৪, মাহমুদুল ৩৩, মুমিনুল ৪৭, নাজমুল ৬০*, মুশফিক ৪, জাকের ২১*; মুজারাবানি ৩/৫১, নিয়াউচি ১/২৮)।জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩।
(তৃতীয় দিন শেষে)