Prothomalo:
2025-03-27@00:13:18 GMT

আবু তালিবকে নবী (সা.)–এর দাওয়াত

Published: 22nd, February 2025 GMT

হজরত মুসাইয়্যাব (র.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

আবু তালিবের মুমূর্ষু অবস্থায় নবী (সা.) তাঁর কাছে গেলেন। আবু জাহলও তাঁর কাছে বসা ছিল।

 নবী (সা.) তাঁকে লক্ষ্য করে বললেন, চাচা, ‘লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ কলেমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর সঙ্গে কথা বলতে পারব।

 আবু জাহাল আর আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া তখন বলল, হে আবু তালিব! তুমি কি আবদুল মুত্তালিবের ধর্ম থেকে ফিরে যাবে? তারা দুজনে বারবার তাকে এই কথাটি বলতে থাকল।

আরও পড়ুনখিজির (আ.

)–এর সঙ্গী ‎নবী মুসা (আ.)১১ সেপ্টেম্বর ২০২৩

শেষে আবু তালিব তাদের বললেন, আমি আবদুল মুত্তালিবের ধর্মেই আছি।

 তাঁর এ কথার পর নবী (সা.) বললেন, যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিবৃত্ত করা না হয়, আমি আপনার জন্য ক্ষমা চাইতেই থাকব।

এ সূত্রেই এই আয়াতটি নাজিল হলো, আত্মীয়স্বজন হলেও অংশীবাদীদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও বিশ্বাসীর জন্য সংগত নয়, যখন এটা সুস্পষ্ট যে ওরা জাহান্নামে বাস করবে। (সুরা তওবা, আয়াত: ১১৩)

 আরও নাজিল হলো, কাউকে প্রিয় মনে করলেই তুমি তাকে সৎপথে আনতে পারবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনেন। আর তিনি ভালো জানেন, কারা সৎপথ অনুসরণ করে। (সুরা কাসাস, আয়াত: ৫৬)

বুখারি, হাদিস: ৩৮৮৪

আরও পড়ুনগাছের গুঁড়ি কেঁদেছিল, জুমার খুতবা শুনে ০৮ সেপ্টেম্বর ২০২৩

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

দক্ষিণ কোরিয়ায় দাবানলে ২৪ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এখনো কয়েকটি এলাকায় আগুন জ্বলছে। এই দাবানল ইতিমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলের রেকর্ড গড়েছে।

দাবানলে আরও ২৬ জন আহত হয়েছেন। তাঁদের ১২ জনের অবস্থা সংকটাপন্ন। ভুক্তভোগীদের বেশির ভাগের বয়স ৬০ থেকে ৭০ এর কোটায়। দাবানলের কারণে ২৩ হাজারের মতো মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বলেছেন, ‘নজিরবিহীন এই সংকট আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের রেকর্ড বই নতুন করে লিখছে।’

আগুনে উইসেয়ং শহরের ১ হাজার ৩০০ বছরের পুরোনো মন্দির পুড়ে গেছে। ওই শহরের অনেক সাংস্কৃতিক নিদর্শন সরিয়ে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।

গত শুক্রবার সানচেয়ং কাউন্টিতে দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুন উইসেয়ং কাউন্টিতে ছড়িয়ে পড়ে। ঝোড়ো ও শুষ্ক বাতাসে একপর্যায়ে আগুন পার্শ্ববর্তী কয়েকটি কাউন্টিতেও ছড়িয়ে পড়ে।

দাবানলের এ ঘটনায় মঙ্গলবার সর্বোচ্চ সতর্কতা জারি করে জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা। বুধবার উইসেয়ংয়ের পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন।

দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার অগ্নিনির্বাপণ কর্মীর পাশাপাশি পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টারও আগুন নেভানোর কাছে অংশ নিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় দাবানলের ঘটনা তেমন ঘটে না। তবে এবারের দাবানল ইতিমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড গড়েছে। দাবানলে ১৭ হাজার হেক্টরের মতো বন ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে এটি দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

সম্পর্কিত নিবন্ধ