পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলু ও পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিঠু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা এলাকার চৌরঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টুঙ্গিপাড়া থানার ওসি মো.

খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: টুঙ্গিপাড়ায় পু‌লিশের সঙ্গে আ.লীগের সংঘর্ষ, আহত ৮

আরো পড়ুন:

গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী-সতিন গ্রেপ্তার

পদ্মার চরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার তিন যুবকের স্বীকারোক্তি

ওসি মো. খোরশেদ আলম বলেন, “পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় দুই আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক দুলু ও মিঠু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।”

গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের সামনে লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগ কর্মীভেবে সাফায়েত গাজী নামে একজনকে আটক করে। তখন পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও নাম না জানা ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন এসআই রাব্বি মোরসালিন।

ঢাকা/বাদল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

হঠাৎ পিঠে ব্যথা হয় যেসব কারণে

আমরা অনেকে দিনের বেশির ভাগ সময় বসে কাজ করি। এক জায়গায় দীর্ঘ সময় বসে বা শুয়ে কেউ ল্যাপটপে, কেউ ডেস্কটপে আর কেউ মোবাইলে নেট ব্রাউজিং করি। আবার কারও কারও চাকরির ধরণ ‘ডেস্ক জব’। চিকিৎসকেরা বলছেন, পিঠ ব্যাথার অন্যতম কারণ হচ্ছে ম্যাকানিক্যাল কারণ। 

ডা. এম ইয়াছিন আলী একটি পডকাস্টে বলেন, ‘‘আমরা দীর্ঘ সময় বসে কাজ করছি। অথবা অনেকেই খুব ঝুঁকে করছি। একাধারে দীর্ঘ সময় বসে কাজ করার ফলে বসা থেকে উঠে দাঁড়ানোর সময় আমরা পিঠে ব্যথা অনুভব করছি। অনেকে বিছানায় উপুর হয়ে শুয়ে নেট ব্রাউজ করেন বা লেখালিখি করেন। একটা সময় দেখা যায় যে, শোয়া থেকে উনি উঠে বসতে গেলে আর স্বাভাবিক ভাবে উঠে বসতে পারেন না। এবং তীব্র পেইন অনুভব করেন।’’

এই চিকিৎসক আরও বলেন, ‘‘আমাদের পিঠের মেরুদণ্ডের যে অংশ- সেটাকে মেডিকেলের ভাষায় থোরাসিক স্পাইন বলি। এই স্পাইনে সাধারণত মুভমেন্ট কম হয়। ঘাড় ও কোমরের সার্ভিক্যাল স্পাইন এবং কোমরের স্পাইনের নড়াচড়া বেশি হলেও পিঠের স্পাইনের নড়াচড়া কম হয়। সেক্ষেত্রে একইভাবে যখন আমরা দীর্ঘক্ষণ থাকি, তখন মাংসপেশীগুলো-লিগামেন্টগুলো শক্ত হয়ে যায়। এবং সেখান থেকেই মূলত পেইন শুরু হয়।’’

আরো পড়ুন:

দাঁতে গর্ত দেখা দিলে করণীয়

কত সময় ভিজিয়ে রাখা পান্তা ভাত স্বাস্থ্যের জন্য ভালো?

‘‘প্রথম দিকে আমরা বেশি অবহেলা করি। কিন্তু এই পেইনটা যখন অনেক তীব্র হয়, তখন স্বাভাবিক কাজেও সমস্যা হয়। অনেক সময় লাঞ্চে যদি কোনো প্রবলেম থাকে, তাহলেও পিঠে ব্যথা হতে পারে। এ ছাড়া বিভিন্ন ট্রমাটিক বা আঘাতজনিত কারণে পিঠে ব্যথা হতে পারে। স্পোর্টস ইন্জুরি থেকেও পিঠে ব্যথা হতে পারে। উপর থেকে পড়ে যাওয়ার ফলেও পিঠে ব্যথা হতে পারে।’’— যোগ করেন এই চিকিৎসক 

কেন পিঠ ব্যথা হচ্ছে, সেই কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করা উচিত।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ