মিরপুরে খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েও পারেননি। এরপর বিপিএলে চিটাগং কিংস তাঁকে দলে নিলেও খেলাতে পারেনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত দেশেই ফিরতে পারেননি তিনি। এর বাইরে মাঠের ক্রিকেটে আছে বোলিং-নিষেধাজ্ঞাও।
এত প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা, আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।
দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এখনো দেশে ফেরেননি। ছাত্র-জনতার আন্দোলনে তাঁর নামে হত্যা মামলা রয়েছে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঢাকায় ফিরতে চাইলেও ‘প্রতিকূল পরিস্থিতি’র কারণে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাঁকে। এর মধ্যে অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হয়ে খেলার মাঠেও সক্ষমতা অর্ধেক কমে যায় তাঁর।
সব মিলিয়ে ক্রিকেট ক্যারিয়ারের অনিশ্চয়তার মুখে ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের দলবদল সম্পন্ন হয়েছে আজ। দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন সাকিব। গত আসরে সাকিব খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।
সাকিব যেখানে দেশেই ফিরতে পারছেন না, তাকে দলে নেওয়ার কারণ কী? এমন প্রশ্নের উত্তরে রূপগঞ্জের মালিক লুৎফুর রহমান বাদল প্রথম আলোকে বলেছেন, ‘আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। সে বাংলাদেশ ক্রিকেটের এক নম্বর ব্র্যান্ড, আমরা এ জন্য তাকে নিয়েছি।’
দলে নিলেও শেষ পর্যন্ত তাকে খেলাতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘খেলোয়াড় সাকিবের জন্য আমরা এক শ ভাগ করব যদি কিছু করার থাকে। আমরা আশাবাদী তাকে প্রিমিয়ার লিগে পাওয়া যাবে।’
এবারের প্রিমিয়ার লিগ শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। তার আগে দলবদল চলবে আজ ও আগামীকাল। ক্রিকেটারদের অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করানো যাচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গরমে ত্বকে টোনার ব্যবহার কেন জরুরি ?
গরমের দিনে ঘাম,ধুলা, দূষণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এ সময় বাইরে বের হলে ত্বকে সানস্ক্রিন ব্যবহার খুবই জরুরি। এর পাশাপাশি এই মৌসুমে ত্বকের পরিচর্যায় স্কিন মিস্ট এবং স্কিন টোনার প্রয়োজন। ত্বকে আর্দ্র বজায় রাখতে সাহায্য করে এই দুই উপকরণ। এছাড়াও ত্বক সতেজ রাখতে সাহায্য করে এই দুই পদ্ধতি। বাড়িতেই খুব সহজে আপনি ফেস মিস্ট এবং স্কিন টোনার বানিয়ে নিতে পারবেন। তাহলে কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না। এই দুই পদ্ধতি র্যাশ, চুলকানি, ইনফেকশন,ত্বক লালচে হয়ে যাওয়া, জ্বালাভাব দূর করতে সাহায্য করে।
যেভাবে বানাবেন ফেস মিস্ট ও টোনার
গোলাপজল: বাজারে অনেক কোম্পানিরই গোলাপজল কিনতে পাওয়া যায়। বাড়িতে পানির মধ্যে গোলাপের পাঁপড়ি দিয়ে হালকা আঁচে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে পানি ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। মেকআপ করার আগে হোক, ফেসওয়াশ ব্যবহারের পর, বাড়ির বাইরে থাকলেও তুলোর মধ্যে অল্প করে এই তরল স্প্রে করে নিয়ে ভালভাবে মুখ মুছে নিন। এতে ত্বক থাকবে আর্দ্র, মোলায়েম। ত্বকে আসবে সজীবতা।
শসা, পুদিনা পাতা: ছোট ছোট টুকরো করে শসা কেটে নিন। পানির মধ্যে পুদিনা পাতা আর এই শসার টুকরো দিয়ে রেখে দিন স্প্রে বোতলে। ফেস মিস্ট হিসেবে দারুণভাবে কাজ করবে এই উপকরণ। অনেকে ডিটক্স ড্রিঙ্ক হিসেবেও এই পানীয় খেয়ে থাকেন নিয়মিত। গরমের সময় এই পানীয় খেতে পারলে শরীর ঠান্ডা থাকবে এবং শরীরের ভিতরে জমে থাকা যাবতীয় টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যাবে। যার ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার হবে।
গ্রিন টি এবং ক্যামোমাইল টি : এই দু'ধরনের চায়ের টি-ব্যাগ পানিতে ফুটিয়ে নিন। চাইলে গরম পানিতে টি-ব্যাগ ডুবিয়ে রাখতে পারেন। এরপর ওই মিশ্রণ ঠান্ডা করে ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। গ্রিন টি এবং ক্যামোমাইল টি থেকে থেকে দুই ধরনের তরল আপনি টোনার এবং ফেস মিস্ট দু'ভাবেই ব্যবহার করতে পারবেন। এই উপকরণ ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করবে । নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে ত্বক হবে আর্দ্র, মোলায়েম এবং উজ্জ্বল। ত্বকে সজীবতা বজায় রাখতেও সাহায্য করে এই মিশ্রণ।