জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম রাশেদুল ইসলাম (১৫)। সে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয় ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চবিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে আজ সকালে গাজীপুরের সাফারি পার্কের উদ্দেশে পিকনিকের বাসটি রওনা দেয়। পরে সকাল সাড়ে আটটার দিকে বাসটি উপজেলার ছাতারিয়া মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় রাশেদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পায়। পরে গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘গাছে ধাক্কা লাগার কারণে ওই শিক্ষার্থী মাথায় আঘাত পায়। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তবে অন্য শিক্ষার্থীরা অক্ষত আছে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

পল্লবীতে ভবনে আগুন, এক নারীর লাশ উদ্ধার

রাজধানীর পল্লবীতে (বর্ধিত) একটি বহুতল ভবনের অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিনির্বাপণের পর ওই ভবন থেকে ৭০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ১২ তলা ওই ভবনের অষ্টম তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার ১৭ মিনিট পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানো হয় ৭টা ৩৮ মিনিটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে বলেন, অগ্নিনির্বাপণের পর ওই ভবনের আটতলার রান্নাঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর নাম মাসুদা বেগম। ঘটনার সময় বাসার অন্যরা বেরোতে পারলেও তিনি পারেননি। মরদেহটি রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ