উপদেষ্টা নাহিদ-মাহফুজের সঙ্গে আখতার হোসেনের হাস্যোজ্জ্বল ছবি, অর্থ কী?
Published: 22nd, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত হচ্ছে ছাত্র-জনতার রাজনৈতিক দল। চলতি মাসে দলটির ঘোষণা আসবে বলে আগেই জানিয়েছেন সংগঠকরা। তবে নেতৃত্ব নির্বাচন নিয়ে হঠাৎ দেখা দেয় জটিলতা। প্রধান দুই পদের স্টেক নিয়ে বিরোধে জড়ালে প্রকাশ্যে আসে একাধিক গ্রুপ। শঙ্কা ঘনীভূত হয় ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য নিয়ে। এর মধ্যে অ্যাক্টিভিস্টদের নানা কথায় জল গড়িয়েছে অনেক দূর।
ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলে আলোচিত প্রার্থীদের অন্যতম ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থীর রয়েছে বেশ গ্রহণযোগ্যতা। তাকে গুরুত্বপূর্ণ পদে দেখতে অনুসারীদের অনেকে ফেসবুকে সরব হয়েছিলেন। যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি আখতারকে। তবে আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার করেছেন আখতার হোসেন। ক্যাপশনে তিনি লিখেছেন- ‘দুইজন বন্ধু, একজন ছোটভাই! জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেয় হোক।’
ছবিটি দুই উপদেষ্টাকে মেনশনও করেছেন আখতার হোসেন। স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কেউ কেউ ভাবতে শুরু করেছেন- এবার কি তাহলে বিরোধ নিষ্পত্তি হয়ে গেল? ছাত্র-জনতার নতুন দলের প্রধান দুই পদে আসছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন?
এসব প্রশ্নের উত্তর জানা যাবে কেবল নতুন রাজনৈতিক দলের ঘোষণা এলেই। তবে ছবিটির প্রতীকী একটি অর্থ খুঁজে বের করার চেষ্টা করলে হয়তো ব্যাপারটি দাঁড়ায়- দুই পাশে দুই কাণ্ডারি নিয়ে মাঝে ‘মাস্টারমাইন্ড’। অর্থ্যাৎ নতুন দলের আহ্বায়ক হচ্ছেন জুলাই আন্দোলনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম আর সদস্য সচিব হচ্ছেন ‘স্বচ্ছ ইমেজের নেতা’ হিসেবে পরিচিত আখতার হোসেন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রভাবশালী চরিত্র মনে করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহফুজ আলমকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হ দ ইসল ম আখত র হ স ন ছ ত র জনত র আখত র হ স ন উপদ ষ ট কর ছ ন
এছাড়াও পড়ুন:
ঈদের আগে বাড়িতে হেয়ার স্পা করার দুইটি পদ্ধতি
ঈদের আগে হেয়ার স্পা করার জন্য পার্লারে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা লাগতে পারে। ঝলমলে চুল পেতে ঘরোয়া ক্রিমে নিজেই হেয়ার স্পা করে নিতে পারেন। নিজেই বানিয়ে নিতে পারেন স্পা ক্রিম। এই আর্টিকেলে দুই ধরনের স্পা ক্রিম বানানোর উপায় জানিয়ে দিচ্ছি।
নারকেলের দুধ: এতে আছে ফ্যাটি অ্যাসিড। যাদের চুল ভীষণ রুক্ষ এবং যারা বার বার চুল সোজা করার যন্ত্র ব্যবহার করেন তাদের জন্য এই ক্রিমটি বিশেষ ভাবে উপযোগী। মাথার ত্বকের গভীরে গিয়ে চুল আর্দ্র রাখতে সাহায্য করে নারকেলের দুধ।
ক্রিম বানানোর উপায়: একটি পাত্রে নারকেলের দুধ নিয়ে নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিন। এবার এই মিশ্রণটি কম আঁচে নেড়ে ঘন ক্রিমের মতো বানিয়ে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ অলিভ অয়েল। এবার দিন ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল। সব উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিলেই ক্রিমের মতো হয়ে যাবে।
আরো পড়ুন:
হাতে মেহেদি লাগানোর আগে-পরে করণীয়
ঈদের আগে বাড়িতেই করে নিন পেডিকিউর
অ্যালোভেরা ক্রিম: অ্যালোভেরা জেল দিয়ে স্পা ক্রিম বানানোর জন্য ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল খুব ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণে ২টি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে ক্যাপসুলের তরলটি যোগ করুন। এবার ১ টেবিল চামচ মধু। সমস্ত উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিম।
কীভাবে স্পা ক্রিম ব্যবহার করবেন: প্রথমে চুল শ্যাম্পু করে নিন। তোয়ালে দিয়ে মাথা মুছে ফেলুন। চুল হালকা ভেজা থাকা অবস্থায় ঘরে বানানো নারকেলের ক্রিম বা অ্যালোভেরা ক্রিম মাথার ত্বক থেকে প্রতিটি চুলে হাত অথবা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে, সেটি নিংড়ে নিয়ে পানির ভাপ চুলে দিতে পারেন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে।
ঢাকা/লিপি