গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাহদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

যানজটে জামায়াত আমিরের গাড়িবহর, ছাড়াতে গিয়ে বাসচাপায় কর্মীর মৃত্যু

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা ও টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাসের চালক মন্টু শেখ (৫৫) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা ও বাসের সুপারভাইজার আরিফ হোসেন (৪০)।

এএসআই সাহদৎ হোসেন বলেন, ‍“খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। হিরণ্যকান্দি এলাকার সাম্পান রেস্টুরেন্টে প্রবেশ করতে থাকা সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়ে গাছে ধাক্কা দেয় বাসটি। এসময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ১২ জন আহত হন।” 

তিনি আরো বলেন, “স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।”

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুব্রত সাহা বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। হাসাপাতালে আনার আগেই দুইজন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত উপজ ল

এছাড়াও পড়ুন:

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় চার বন্ধু গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় চার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার চার তরুণ হলেন- বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান, হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন ও সিংড়া উপজেলার আগপাড়া-শেরকোল গ্রামের রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী কিশোরীকে গত ৫ মার্চ রাতে বাড়ির পাশে আমবাগানে ডেকে নেন মেহেদী হাসান। সেখানে মেহেদী তাকে ধর্ষণ করেন। পরে মেহেদীর তিন বন্ধু রনি, রাজিব ও গোলাম মোস্তফাও ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরীর মা বাদী হয়ে ২৫ মার্চ বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করেন। এর পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ