কীর্তনখোলার চরে টাকা জমিয়ে পরম যত্নে শিশুরা গড়েছে ২৫ শহীদ মিনার
Published: 22nd, February 2025 GMT
ছোট শিশুরা বাহারি রং, মাটি ও কাগজ দিয়ে তৈরি করেছে রঙিন-বর্ণিল সাজের শহীদ মিনার। সারা বছর টিফিনের টাকা থেকে জমানো অর্থ দিয়েই শহীদ মিনার তৈরি করেছে এই শিশুরা। তারা অপেক্ষায় থাকে একুশে ফেব্রুয়ারির। ভাষার জন্য জীবন উৎসর্গকারী ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে তাদের জমানো অর্থ দিয়ে করে আয়োজন। এদিন শিশুরা দলে দলে ভাগ হয়ে তৈরি করে নানা রঙের শহীদ মিনার।
১৪ বছর ধরে বরিশাল নগরের রসুলপুর চরের শিশুরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করে আসছে। তাদের আয়োজনে থাকে গান, নাচ, আবৃত্তি, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠান। এই শিশুদের সবাই নিম্ন আয়ের পরিবারের। এবার এই শিশুরা ২৫টি শহীদ মিনার তৈরি করেছে।
কীর্তনখোলা নদী তীরে বিচ্ছিন্ন এক জনপদ হলো এই রসুলপুর। নদীর বাঁকে জেগে ওঠা এই চরে গড়ে উঠেছে সুবিধাবঞ্চিত-দরিদ্র মানুষের বসতি। এর নাম রসুলপুর কলোনি (বস্তি)। এলাকাটি বরিশাল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের মধ্য পড়লেও মূল শহর থেকে বিচ্ছিন্ন। আগে এই চরে শহীদ মিনার ছিল না। শিশুরাও জানত না শহীদ মিনার কী। কিন্তু এখন সেই শিশুরা সবই জানে।
গতকাল শুক্রবার ওই চরে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাওয়াদাওয়ার আয়োজন ছিল। কলোনির অলিগলিতে, ঘিঞ্জি পরিবেশের মধ্যে সামর্থ্য অনুযায়ী গড়ে তোলা হয়েছে শহীদ মিনার। মাটির বেদিতে কাঠ, ইট দিয়ে নির্মাণ করা হয়েছে প্রতিটি মিনার। কাঠের গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে লেখা হয়েছে ভাষাশহীদদের নাম। অঙ্কিত হয়েছে মানচিত্র। রঙিন কাগজে আবৃত করা হয়েছে শহীদ মিনার এলাকা।
ছোট শিশুরা বাহারি রং, মাটি ও কাগজ দিয়ে তৈরি করেছে রঙিন-বর্ণিল সাজের শহীদ মিনার।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজহারির তাফসিরে স্বর্ণালঙ্কার চোর চক্রের ৮ নারী আটক
চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে স্বর্ণালঙ্কার চোর চক্রের ৮ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া সংলগ্ন একটি আম বাগানে তাফসির মাহফিল থেকে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, “তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”
আটককৃত নারীদের মধ্যে হবিগঞ্জ জেলার ৫ জন, নরসিংদী জেলার ১ জন, সাভারের ১ জন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ জন। তবে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, ড. মিজানুর রহমান আজহারীর ইসলামিক আলোচনা শোনার জন্য মহিলাদের আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়। সেখানে নারী চোর চক্রের সদস্যরা হিজাব ও বোরকা পরে অবস্থান নিয়েছিল। ইসলামিক আলোচনা চলাকালে ওই চক্রের সদস্যরা কয়েকজনের গলায় হাত দিয়ে স্বর্ণালঙ্কার চুরির চেষ্টা করছিল। তখনই তাদের একজনকে আটক করে স্বেচ্ছাসেবকের মাধ্যমে পুলিশে সপোর্দ করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের খুঁজে বের করে আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন বলেন, “আজহারী সাহেবের তাফসীরে স্বর্ণালংকার চোরচক্রের ৮ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”
তিনি আরো বলেন, “তাফসির মাহফিলে মোবাইল চুরির ঘটনায় ১৩ জন থানায় জিডি করেছেন। তাদের মোবাইল উদ্ধারে কাজ করছে পুলিশ।”
ঢাকা/শিয়াম/এস