ব্রাজিলের আমাজনের একটি শহরে বিশাল সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এতে হাজারো মানুষের ঘরবাড়ি ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, স্থানীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনের মারানহোর বুরিতিকুপু নামে ওই শহরটির বেশ কয়েকটি ভবন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরটিতে মোট ৫৫ হাজার মানুষের বাস রয়েছে। এরমধ্যে শঙ্কা দেখা দিয়েছে ১ হাজার ২০০ মানুষের বাড়ি বিশাল সিঙ্কহোলে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে।

আরো পড়ুন:

ব্রাজিলের ৬ গোল হজমে শুরু, শিরোপা জয়ে শেষ 

ব্রাজিলে আবারো বিমান বিধ্বস্ত, নিহত ২

স্থানীয় সরকার জানিয়েছে, বুরিতিকুপু শহর দীর্ঘদিন ধরেই সিঙ্কহোল সমস্যার সম্মুখীন। তবে সাম্প্রতিক সময়ে সিঙ্কহোলগুলোর আকার বড় হয়ে আবাসিক এলাকাগুলোর দিকে এগোচ্ছে। শহরে ভবন ধসের ঘটনা বাড়তে থাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বালুকাময় মাটি নরম হয়ে এসব সিঙ্কহোল সৃষ্টি হয়েছে। মারানহাউ ফেডারেল বিশ্ববিদ্যালয়ের ভূগোলবিদ মার্সিলিনো ফারিয়াস জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণের ফলে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাশাপাশি বন উজাড় করে অপরিকল্পিত নির্মাণকাজও ভূমিধসের জন্য দায়ী। গত ৩০ বছর ধরে এই সমস্যাটি থাকলেও, এবারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

বুরিতিকুপুর ৬৫ বছর বয়সী বাসিন্দা অ্যান্তোনিয়া দোস অ্যাঞ্জস জানিয়েছেন, শহরবাসীরা আতঙ্কিত, কারণ কেউ জানে না কখন কোথায় মাটির নিচে ধস নামবে।

শহরের পাবলিক ওয়ার্কস বিভাগের প্রধান লুকাস কোনসিকাও স্বীকার করেছেন যে, জটিল সিঙ্কহোল পরিস্থিতির সমাধান খুঁজে বের করার ক্ষমতা পৌরসভার স্পষ্টতই নেই।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর স থ ত

এছাড়াও পড়ুন:

পল্লবীতে ভবনে আগুন, এক নারীর লাশ উদ্ধার

রাজধানীর পল্লবীতে (বর্ধিত) একটি বহুতল ভবনের অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিনির্বাপণের পর ওই ভবন থেকে ৭০ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ১২ তলা ওই ভবনের অষ্টম তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার ১৭ মিনিট পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানো হয় ৭টা ৩৮ মিনিটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে বলেন, অগ্নিনির্বাপণের পর ওই ভবনের আটতলার রান্নাঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর নাম মাসুদা বেগম। ঘটনার সময় বাসার অন্যরা বেরোতে পারলেও তিনি পারেননি। মরদেহটি রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ