ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলে আল নাসর জিতে। এই পর্তুগিজ মহাতারকা গোল শূন্য থাকলে জয়শূন্য থাকে সৌদি ক্লাবটি। ব্যাপারটা আবারও প্রমাণিত হলো। শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) সৌদি প্রো লিগের ম্যাচে ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও অপ্রত্যাশিতভাবে আল ইত্তিফাকের বিপক্ষে ২-৩ গোলে হারতে হয়েছে আল নাসরকে।

ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল ইত্তিফাকের বিপক্ষে অবশ্য বেশি কেছু সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। প্রথমার্ধেই গোল করার জন্য তিনটি ভালো সুযোগ পান ৫ বারের ব্যালন ডি-অর জয়ী এই ফরোয়ার্ড। কিন্তু সফরকারী দলের গোলরক্ষক রোডাককে পরাস্ত করতে পারেননি রোনালদো। তবে কেবল তার জন্যই যে দল হেরেছে বিষয়টা তেমন নয়। নূন্যতম ব্যবধানে এগিয়ে থাকার সময় আল নাসরের ইতালিয়ান কোচ স্টেফানো পিওলি একটি বিস্ময়কর সিদ্ধান্ত নেন। দলের সেরা ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেকে মাঠ থেকে তুলে নেন। এরপরই গোল হজম করে হারতে হয় সৌদি ক্লাবটিকে।

বিরতির আগে লক্ষ্যে ১৩ শট নেওয়ার পর অবশেষে ৪৭ মিনিটে আইমান ইয়াহিয়ার হেডে প্রথম গোলের দেখা পায় আল নাসর। তবে ৮ মিনিট পরই জর্জিনিও উইজনালডামের অসাধারণ গোলে ১-১ সমতায় ফেরে ইত্তিফাক। এরপর ৬৫ মিনিটে আবারও দুর্দান্ত হেডে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিল।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ড্র
রিয়াল পেল নগর প্রতিদ্বন্দ্বীকে, বার্সেলোনা বেনফিকাকে

বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়ে নারী ফুটবল দল ঘোষণা

একটা সময় মনে হচ্ছিল স্বাগতিক ক্লাবটি পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে। তবে এগিয়ে গিয়েও রক্ষণে মনোযোগ দেননি আল নাসরের কোচ পিওলি। সেই ভুলের খেসারত দেয় তারা ম্যাচের ৮২ মিনিটে। আল ইত্তেফাকের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বিষ্ময়করভাবে তা নিজেদের জালে জড়িয়ে দেন আল নাসর ডিফেন্ডার আল ফাতিল।

এরপর কোচ পিওলির সেই হতবাক করা সিদ্ধান্ত। লাপোরর্তের পরিবর্তে মিডফিল্ডার আবদুলমাজেদ আল সুলাইহিমকে মাঠে নামান ইতালিয়ান কোচ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উইজনালডাম সহজেই গোল করেন। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিফাক।

নিশ্চিত ৩ পয়েন্টের পুরোটাই খুইয়ে এলোমেলো হয়ে যায় স্বাগতিকরা। অ্যাস্টন ভিলা থেকে শীতকালীন দল বদলে আল নাসরে আসা জন ডুরান প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথায় আঘাত করে বসেন। ফলে এই কলম্বিয়ান ফরোয়ার্ড দেখতে হয় লাল কার্ড। রোনালদো রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখালেও সতীর্থের শাস্তি কমাতে পারেননি।

২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আল নাসর। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রোনালদোরা। আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই সেরা তিনে থেকে মৌসুম শেষ করতে হবে আল নাসরকে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

কোচ পিওলির বিষ্ময়কর সিদ্ধান্তে হারল রোনালদোরা 

ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলে আল নাসর জিতে। এই পর্তুগিজ মহাতারকা গোল শূন্য থাকলে জয়শূন্য থাকে সৌদি ক্লাবটি। ব্যাপারটা আবারও প্রমাণিত হলো। শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) সৌদি প্রো লিগের ম্যাচে ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও অপ্রত্যাশিতভাবে আল ইত্তিফাকের বিপক্ষে ২-৩ গোলে হারতে হয়েছে আল নাসরকে।

ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল ইত্তিফাকের বিপক্ষে অবশ্য বেশি কেছু সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। প্রথমার্ধেই গোল করার জন্য তিনটি ভালো সুযোগ পান ৫ বারের ব্যালন ডি-অর জয়ী এই ফরোয়ার্ড। কিন্তু সফরকারী দলের গোলরক্ষক রোডাককে পরাস্ত করতে পারেননি রোনালদো। তবে কেবল তার জন্যই যে দল হেরেছে বিষয়টা তেমন নয়। নূন্যতম ব্যবধানে এগিয়ে থাকার সময় আল নাসরের ইতালিয়ান কোচ স্টেফানো পিওলি একটি বিস্ময়কর সিদ্ধান্ত নেন। দলের সেরা ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেকে মাঠ থেকে তুলে নেন। এরপরই গোল হজম করে হারতে হয় সৌদি ক্লাবটিকে।

বিরতির আগে লক্ষ্যে ১৩ শট নেওয়ার পর অবশেষে ৪৭ মিনিটে আইমান ইয়াহিয়ার হেডে প্রথম গোলের দেখা পায় আল নাসর। তবে ৮ মিনিট পরই জর্জিনিও উইজনালডামের অসাধারণ গোলে ১-১ সমতায় ফেরে ইত্তিফাক। এরপর ৬৫ মিনিটে আবারও দুর্দান্ত হেডে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিল।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ড্র
রিয়াল পেল নগর প্রতিদ্বন্দ্বীকে, বার্সেলোনা বেনফিকাকে

বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়ে নারী ফুটবল দল ঘোষণা

একটা সময় মনে হচ্ছিল স্বাগতিক ক্লাবটি পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে। তবে এগিয়ে গিয়েও রক্ষণে মনোযোগ দেননি আল নাসরের কোচ পিওলি। সেই ভুলের খেসারত দেয় তারা ম্যাচের ৮২ মিনিটে। আল ইত্তেফাকের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বিষ্ময়করভাবে তা নিজেদের জালে জড়িয়ে দেন আল নাসর ডিফেন্ডার আল ফাতিল।

এরপর কোচ পিওলির সেই হতবাক করা সিদ্ধান্ত। লাপোরর্তের পরিবর্তে মিডফিল্ডার আবদুলমাজেদ আল সুলাইহিমকে মাঠে নামান ইতালিয়ান কোচ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উইজনালডাম সহজেই গোল করেন। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিফাক।

নিশ্চিত ৩ পয়েন্টের পুরোটাই খুইয়ে এলোমেলো হয়ে যায় স্বাগতিকরা। অ্যাস্টন ভিলা থেকে শীতকালীন দল বদলে আল নাসরে আসা জন ডুরান প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথায় আঘাত করে বসেন। ফলে এই কলম্বিয়ান ফরোয়ার্ড দেখতে হয় লাল কার্ড। রোনালদো রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখালেও সতীর্থের শাস্তি কমাতে পারেননি।

২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আল নাসর। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রোনালদোরা। আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই সেরা তিনে থেকে মৌসুম শেষ করতে হবে আল নাসরকে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ