শৈশব থেকেই খেলাধুলায় পাকা। স্কুল রাগবি, প্রাদেশিক স্কোয়াশের সাফল্যের রেণুটা রায়ান ডেভিড রিকেলটন নিয়ে যান ভারোত্তোলনেও। দক্ষিণ আফ্রিকার অন্যতম জনপ্রিয় খেলা রাগবি বলে অনেকেই ভেবেছিলেন রিকেলটন বুঝি ছোটবেলার প্রিয় খেলাতেই নাম লেখাবেন। কিন্তু টিভি পর্দায় অস্ট্রেলিয়ার দুই বাঁহাতি ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্টের মারদাঙ্গা ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়িয়েছে রিকেলটনকে। ছোটবেলা থেকে তাঁর কোচ হিসেবে পাশে থাকা বাবা ইয়ান রিকেলটনেরও বুঝতে বাকি নেই ছেলের মন বদলে গেছে। 

জোহানেসবার্গের সেন্ট সিথিয়ান্স কলেজের ভূগোলের শিক্ষক এবং ক্রীড়া প্রধান ইয়ান তাঁর সন্তানের হাতে ব্যাট-বল তুলে দেন। ২০২২ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে প্রোটিয়া দলে অভিষেক ঘটে রিকেলটনের। পরের বছর ওয়ানডেতেও পথচলা শুরু হয় তাঁর। গত বছর অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা হয় তাঁর। কিন্তু সেই আসরে কোনো ম্যাচ না খেলা রিকেলটনকে বেঞ্চে সময় কাটাতে হয়েছে বেশি। এক বছর না যেতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে গড়েছেন অনন্য কীর্তি। 

আইসিসি টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরিতে রাঙিয়েছেন নিজেকে। গতকাল করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার গ্রেটদের কাতারে নাম লিখিয়েছেন রিকেলটন। প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা সংগ্রহ করে ৬ উইকেটে ৩১৫ রান। রানের এই পাহাড় টপকাতে গিয়ে খেই হারিয়ে ফেলে আফগানরা। করাচিতে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বসা দলটি শেষ পর্যন্ত ২০৮ রানে অলআউট। রিকেলটনের সেঞ্চুরিতে ভর দেওয়া দক্ষিণ আফ্রিকা জয় পায় ১০৭ রানের। আফগানদের হয়ে সবচেয়ে বেশি ৯০ রান করেন রহমত শাহ। জেনসেন, এনগিরি ও রাবাদা; তিন প্রোটিয়া পেসার মিলে শিকার করেন ৬ উইকেট।

রিকেলটনের আগে আইসিসির এই আসরে শতক হাঁকিয়েছিলেন হার্শেল গিবস, হাশিম আমলা, গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস। এ ব্যাটারের আগে আইসিসির কোনো টুর্নামেন্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি শুধু গিবসের। ১৯৯৬ বিশ্বকাপে রাওয়ালপিন্ডিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন গিবস; যা ওয়ানডেতে প্রোটিয়াদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ। কুইন্টন ডি কক অবসর নেওয়ার পর রিকেলটনকে ঘিরেই স্বপ্ন দেখে আসছিল দক্ষিণ আফ্রিকানরা। এদিন দ্বিতীয় উইকেটে টেম্বা বাভুমার সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন ২৯ বয়সী এ ক্রিকেটার। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে তাঁর ১০৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার এবং ১টি ছয়ের সৌজন্যে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ক লটন র উইক ট আইস স

এছাড়াও পড়ুন:

আবার হেরেছে পান্ডিয়ার মুম্বাই, প্রথম জয় গিলের গুজরাটের

দুই দলের জন্যই ম্যাচটি ছিল এবারের আইপিএলে প্রথম জয়ের স্বাদ পাওয়ার। আহমেদাবাদে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে সেই স্বাদ পেয়েছে গুজরাট টাইটানস। শুবমান গিলের দল ৩৬ রানে হারিয়ে হার্দিক পান্ডিয়ার মুম্বাইকে।

২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তুলেছিল গিলের গুজরাট। রান তাড়ায় মুম্বাইয়ে করতে পারে ৬ উইকেটে ১৬০ রান।

রান তাড়ায় মুম্বাইয়ের হয়ে যা একটু লড়েছেন তিলক বর্মা ও সূর্যকুমার যাদব। প্রথম ওভারে ৮ রানে ওপেনার রোহিত শর্মাকে (৮) হারায় মুম্বাই। দ্বিতীয় ও তৃতীয় বলে রোহিত টানা দুই চার মারার পর চতুর্থ বলে বোল্ড করে প্রতিশোধ নেন মোহাম্মদ সিরাজ।

এরপর উইকেটে গিয়েই মারতে শুরু করেন তিলক। রায়ান রিকেলটনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ২৭ রান যোগ করেন তিলক, এর ১৮-ই ছিল তাঁর। দক্ষিণ আফ্রিকান রিকেলটনকেও বোল্ড করে সিরাজ দ্বিতীয় উইকেট পাওয়ার পর সূর্যকুমার যাদবকে নিয়ে তৃতীয় উইকেটে ৪২ বলে ৬২ রান যোগ করেন তিলক। তবে এই জুটিতে নিষ্প্রভই ছিলেন তিলক, করেন ২২ বলে ২১ রান।

ম্যাচে সর্বোচ্চ ৬৩ রান করেছেন গুজরাটের ওপেনার সাই সুদর্শন

সম্পর্কিত নিবন্ধ

  • আবার হেরেছে পান্ডিয়ার মুম্বাই, প্রথম জয় গিলের গুজরাটের