ঝিনাইদহের শৈলকূপায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তিনজনের পরিচয় মিলেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাদের পরিচয় নিশ্চিত করেন শৈলকূপা থানার ওসি মাসুম খান।

এর আগে, গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশ্মানঘাট এলাকা থেকে ওই তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়।

আরো পড়ুন:

খুলনায় নদীতে মিললো ৪ বছরের শিশুর মরদেহ

কুষ্টিয়ায় ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আরো পড়ুন: ঝিনাইদহে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, দায় স্বীকার করে বার্তা

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে হানিফ (৫০), তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উম্বাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৫) এবং কুষ্টিয়ার ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম। এদের মধ্যে হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের নাম হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন।’’

তিনি আরো বলেন, ‘‘ঘটনাস্থলে দুটি কালো রঙের মোটরসাইকেল, একটি ম্যাগজিন ও গুলি পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ ঝ ন ইদহ

এছাড়াও পড়ুন:

লেবু কমলার আইসক্রিমের রেসিপি

ছবি: সুমন ইউসুফ

সম্পর্কিত নিবন্ধ