হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
Published: 22nd, February 2025 GMT
রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট আবাসিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাইয়ান জাবির (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু মুশফিক (১৭) আহত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয় রাইয়ান ও মুশফিক। পথচারীরা তাদের উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যানে। পরে বন্ধুরা খবর পেয়ে রাইয়ানকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। শুক্রবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাইয়ান।
নিহতের বন্ধু সাব্বির হোসেন জানিয়েছে, বিকেলে মুশফিক ও রাইয়ান মোটরসাইকেল নিয়ে হাতিরঝিলে ঘুরতে বের হয়। সেখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয় তারা। পথচারীরা তাদেরকে মুগদা হাসপাতালে নিয়ে যান। আমরা খবর পেয়ে গুরুতর আহত রাইয়ানকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
সাব্বির হোসেন জানায়, রাইয়ানের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া গ্রামে। সে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম রেজাউল করিম। রাইয়ান বনশ্রী মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানিয়েছেন, রাইয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ১৪ দোকান ভস্মিভূত
সিদ্ধিরগঞ্জে একটি কাঠের ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে গেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৪ টার দিকে মক্কীনগর মাদরাসা পিছনে কাঠের ফার্নিচার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
স্থানীয়রা জানান, রাত ৪ টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান। পরে কাঁচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৫ টায় আগুন নিভাতে সক্ষম হয়। তাৎক্ষণে আগুণে মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে।