ভঙ্গুর অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ড
Published: 22nd, February 2025 GMT
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নও তারা। যাদের নিয়ে এই সাফল্যগুলো পেয়েছে অসিরা, সেই প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের মতো ‘বিগ থ্রি’ পেস আক্রমণের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া দলে নেই। কেউ চোট আবার কেউ বা ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। ৩০৮ ওয়ানডে খেলা এ তিনজনের উইকেট সংখ্যা ৫২৫।
শুধু এ পেসাররাই নন, অলরাউন্ডার মিচেল মার্শ এবং মার্কোস স্টয়নিসও নেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে। আট বছর পর শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সামনের সারির বোলার বলতে আছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। দলে চোটের হানার প্রভাব পড়েছে পারফরম্যান্সে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছে ২-০তে। ৫০ ওভারের সর্বশেষ চার ম্যাচে জয়হীন অসিরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ভঙ্গুর এই অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাজে সময় পার করা ইংল্যান্ড। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ হারা জশ বাটলারের দলও নেই সেরা ছন্দে। কিন্তু ম্যাচটি যখন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে, তখন অতীত পরিসংখ্যান শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ফিরে আসছে দুই দেশের পুরোনো দ্বৈরথ অ্যাশেজের উত্তাপ। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।
ওয়ানডে এবং টি২০ বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি এখন পর্যন্ত বড় আক্ষেপ। ২০০৪ এবং ২০১৩ আসরে ফাইনাল খেললেও ট্রফি জিততে পারেনি ইংলিশরা। উপমহাদেশের কন্ডিশন বলে এবার আরও কঠিন চ্যালেঞ্জ তাদের জন্য। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভারতের মাটিতে গিয়ে সাদা বলের ক্রিকেটের আট ম্যাচের মধ্যে হেরেছে সাতটিতে। এর সঙ্গে আছে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে থাকা। এখন পর্যন্ত খেলা ১৬১ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার ৯১ জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে ৬৫ ম্যাচে। দুটি টাই এবং তিনটি পরিত্যক্ত হয়েছে।
অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান আবার ভিন্ন। পাঁচবারের লড়াইয়ে ইংল্যান্ড তিনটিতে এবং অস্ট্রেলিয়া জিতেছে দুটিতে। আইসিসির মেগা এই ইভেন্টে জয়ের সংখ্যায় এগিয়ে থাকার সঙ্গে দলের শক্তির বিচারেও এগিয়ে ইংল্যান্ড। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে ইংল্যান্ড এগিয়ে থাকবে কিনা– এই প্রশ্নটি গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুনতে হয়েছে দলটির অধিনায়ক বাটলারকে। ইংলিশ দলপতি অস্ট্রেলিয়াকে দুর্বল মনে করছেন না, ‘দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সাফল্যের বড় কারিগর হলেন তারা (ছিটকে যাওয়া ক্রিকেটার)। স্বাভাবিভাবেই তাদের মিস করবে পুরো দল। তবে তাদের (অস্ট্রেলিয়া) দলে বেশ কয়েকজন টপ প্লেয়ার আছেন, যারা কিনা দুর্দান্ত ক্রিকেট খেলে থাকেন। তা ছাড়া আইসিসির টুর্নামেন্টগুলোতে বরাবরই অস্ট্রেলিয়া ভালো পারফর্ম করে।’
অস্ট্রেলিয়ার পেস শক্তি যেমন কম, বিপরীতে এই বিভাগে দুর্দান্ত ইংলিশরা। বিশেষ করে ১৮ মাসের বেশি সময় পর ইংল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্ট খেলতে নামা জোফরা আর্চারের দিকে চোখ থাকবে সবার। শন অ্যাবোট, স্পেনসের জনসন, নাথান এলিয়াস এবং বেন ডারশুইয়কে নিয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক। এত কিছুর পরও দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে বলে বিশ্বাস ইংলিশ অধিনায়ক বাটলারের, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই প্রতিদ্বন্দ্বিতা আরও হবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন
যশোর জেলা বিএনপির নতুন নেতৃত্ব হাতে নিলেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও দেলোয়ার হোসেন খোকন। সাধারণ সম্পাদক পদে শুধুমাত্র দেলোয়ার হোসেন খোকন মনোনয়ন কেনায় আগেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদে নির্বাচিত হন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা সম্মেলন শেষে বাকী পদগুলোর নেতৃত্ব নির্বাচনে ভোটের আয়োজন করা হয়। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচিত হয়েছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মিজানুর রহমান খান। এ পদে মারুফুল ইসলাম তৃতীয় পর্যায়ে রয়েছেন।
সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে বিজয়ী হয়েছেন রবিউল ইসলাম, মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু। এ পদে পরাজিত হয়েছেন কাজী আজম।
উল্লেখ, শনিবার দুপুর ২টা থেকে আলমগীর সিদ্দিকি হলে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে ভোট গনণা শেষে রাত সাড়ে আটটায় টাউন হল মাঠে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমান উল্লাহ আমান।
এ সময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহক, সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. এস এম রবিউল আলম এবং সাংবাদিক সাইফুল ইসলাম সজল উপস্থিত ছিলেন।
ঢাকা/রিটন/এস