বিয়ে করেছেন নার্গিস ফাখরি নাকি শুধুই গুঞ্জন
Published: 22nd, February 2025 GMT
বলিউডে গুঞ্জন ছড়িয়েছে বিয়ে করেছেন নার্গিস ফাখরি। তিনি নাকি এক উদ্যোক্তাকে বিয়ে করেছেন। যদিও তারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবি থেকেই এই গুঞ্জনের শুরু। ছবিগুলো অবশ্য নার্গিস নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের তথ্য, নার্গিস ফাখরি বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা টনি বেগকে। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা গত সপ্তাহে শেষ হয়েছে। এই নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, এই যুগলের বিয়ের আয়োজনটি ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে।
এদিকে নার্গিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করেছেন। আবার টনির পোস্ট করা স্টোরিগুলোও পুনরায় শেয়ার করেছেন। তারা একসঙ্গেই রয়েছেন এবং দুজনেই একান্ত সময় কাটাচ্ছেন।অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে তার আঙুলে বিয়ের আংটি দেখা গেছে।
আরো পড়ুন:
পুনম পান্ডে এবার ঘটালো অন্যরকম অঘটন
উর্বশীর ৩ মিনিটের মূল্য ৪ কোটি টাকা
জানা গেছে, নার্গিস-টনির প্রেম পর্ব শুরু হয় ২০২১ সালের শেষদিকে। সম্প্রতি তারা দুবাই ভ্রমণে গিয়েছিলেন, সেখানেও একসঙ্গে সময় কাটিয়েছেন নার্গিস-টনি। তাদের যুগল ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন টনি। তবে বিয়ে করেছেন কিনা—এই বিষয়ে কেউই এখনো কিছু বলছেন না। তাই অভিনেত্রীর ভক্তদের অপেক্ষা করতে হবে সত্য ঘটনা জানতে।
উল্লেখ্য, নার্গিস ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। শুরুতে সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। এরপরে নার্গিসের নামের সঙ্গে যুক্ত হয় উদয় চোপড়ার নাম। এই জুটি সুজিত সরকার পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমাতে কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে নার্গিসের ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ওয়ান’ এবং ‘হাউজফুল ফাইভ’ সিনেমা দুইটি।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ য় র কর ছ কর ছ ন গ ঞ জন
এছাড়াও পড়ুন:
পহেলা মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের
আগামী ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন চাঁদ দেখা গেলে পরেরদিন ১ মার্চ সেসব দেশে পালিত হবে প্রথম রোজা। খবর হিন্দুস্তান টাইমসের।
আর এটি হলে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের মানুষ প্রত্যক্ষ করবেন— চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার ‘বিরল’ দিন। যেটি প্রতি ৩৩ বছর পর পর মাত্র একবার ঘটে।
মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথমদিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথমদিন একই দিনে হবে। অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি হবে একসঙ্গে।
সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের হিসাব করে সৌর বর্ষপঞ্জিকার দিন গণনা করা হয়। এতে লিপ ইয়ারের (অধিবর্ষ) বছরটি হয় ৩৬৬টি দিনের। আর সাধারণ বছরগুলো হয় ৩৬৫ দিনের। কিন্তু চন্দ্রবর্ষপঞ্জিকা গণনা করা হয় চাঁদের পর্যায় অথবা চন্দ্রচক্রের ভিত্তিতে। আর এ কারণে রমজান মাস প্রতি বছর ইংরেজি বর্ষপঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন এবং মাসে শুরু হয়।
জ্যোতির্বিদরা বলছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এটি হলে ওইদিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবির নামাজ। সৌদিসহ বেশিরভাগ দেশ এখনো খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে। তবে কিরগিজস্তান, কাজাখস্তানসহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে, আগামী ১ মার্চ তারা প্রথম রোজা পালন করবে।