বলিউডে গুঞ্জন ছড়িয়েছে বিয়ে করেছেন নার্গিস ফাখরি। তিনি নাকি এক উদ্যোক্তাকে বিয়ে করেছেন। যদিও তারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবি থেকেই এই গুঞ্জনের শুরু। ছবিগুলো অবশ্য নার্গিস নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।  

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের তথ্য, নার্গিস ফাখরি বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা টনি বেগকে। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা গত সপ্তাহে শেষ হয়েছে। এই নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, এই যুগলের বিয়ের আয়োজনটি ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে।

এদিকে নার্গিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করেছেন। আবার টনির পোস্ট করা স্টোরিগুলোও পুনরায় শেয়ার করেছেন। তারা একসঙ্গেই রয়েছেন এবং দুজনেই একান্ত সময় কাটাচ্ছেন।অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে তার আঙুলে বিয়ের আংটি দেখা গেছে। 

আরো পড়ুন:

পুনম পান্ডে এবার ঘটালো অন্যরকম অঘটন

উর্বশীর ৩ মিনিটের মূল্য ৪ কোটি টাকা

জানা গেছে, নার্গিস-টনির প্রেম পর্ব শুরু হয় ২০২১ সালের শেষদিকে। সম্প্রতি তারা দুবাই ভ্রমণে গিয়েছিলেন, সেখানেও একসঙ্গে সময় কাটিয়েছেন নার্গিস-টনি। তাদের যুগল ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন টনি। তবে বিয়ে করেছেন কিনা—এই বিষয়ে  কেউই এখনো কিছু বলছেন না। তাই অভিনেত্রীর ভক্তদের অপেক্ষা করতে হবে সত্য ঘটনা জানতে।

উল্লেখ্য, নার্গিস ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। শুরুতে সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। এরপরে নার্গিসের নামের সঙ্গে যুক্ত হয় উদয় চোপড়ার নাম। এই জুটি সুজিত সরকার পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমাতে কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে নার্গিসের ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ওয়ান’ এবং ‘হাউজফুল ফাইভ’ সিনেমা দুইটি। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ য় র কর ছ কর ছ ন গ ঞ জন

এছাড়াও পড়ুন:

মধ্যযুগের স্থাপনার অনন্য নিদর্শন নারায়ণগঞ্জের বন্দর শাহি মসজিদ

শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত বন্দর শাহি মসজিদ। মধ্যযুগের স্থাপত্যকলার অনন্য নিদর্শন এই মসজিদ। কালো ব্যাসেল্ট পাথরের মসজিদের গায়ে লাগানো শিলালিপিতে মসজিদের নির্মাতা ও নির্মাণকাল সম্পর্কে জানা যায়, ১৪৮১-৮৮ খ্রিষ্টাব্দে সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের রাজত্বকালে মালিক আল মুয়াজ্জেম বাবা সালেহ মসজিদটি নির্মাণ করেছিলেন।

১৯২০ সালের ২৬ নভেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষিত হিসেবে ঘোষণা করে। ১৯৯৭ সাল পর্যন্ত প্রাচীন এই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। মসজিদটিতে স্থানসংকুলান না হওয়ায় পূর্ব দিকে স্থানীয় উদ্যোগে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বারান্দা নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে ঝুঁকির কারণে ১৯৯৭ সালে দক্ষিণ পাশে নতুন তিনতলা মসজিদ নির্মাণ করা হলে প্রাচীন মসজিদটিতে নামাজ পড়া বন্ধ হয়ে যায়। প্রায় ৫৫০ বছর আগে নির্মিত মসজিদটি দেখতে দূরদূরান্ত থেকে দেশি-বিদেশি পর্যটকসহ বহু মানুষ আসেন।

চুন-সুরকি দিয়ে ইটের তৈরি বর্গাকার এক গম্বুজবিশিষ্ট মসজিদ এটি। মসজিদের চার কোণে চারটি অষ্টভুজাকৃতি বুরুজ এবং তার ওপর ছত্রী আছে। চার কাতারে প্রাচীন মসজিদটিতে একসঙ্গে ৬০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। বর্তমানে নতুন মসজিদে একসঙ্গে ৫০০ জন মুসল্লি নামাজ আদায় করেন।

৩৪ বছর ধরে বন্দর শাহি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মনিরুল ইসলাম। তাঁর বাড়ি কুমিল্লার চান্দিনায়। প্রথম আলোকে তিনি বলেন, নিখুঁত হাতে বন্দর শাহি মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মুসল্লিরা প্রাচীন এই মসজিদে নামাজ আদায় করতেন। মসজিদে শীতের সময় গরম এবং গরমের সময় ঠান্ডা অনুভব হতো। পুরোনো হওয়ায় ঝুঁকি বিবেচনায় এবং মেঝে নিচু হওয়ার কারণে বর্ষায় পানি ওঠায় ১৯৯৭ সালে প্রাচীন মসজিদে নামাজ আদায় বন্ধ হয়ে যায়।

প্রায় ৫৫০ বছর আগে নির্মিত মসজিদটি দেখতে দূরদূরান্ত থেকে দেশি-বিদেশি পর্যটকসহ বহু মানুষ আসেন

সম্পর্কিত নিবন্ধ

  • ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা
  • আমি আর জিৎ ৬ বছর একসঙ্গে ছিলাম: স্বস্তিকা
  • চার বছর পর একসঙ্গে আফজাল ও মৌ
  • হামলায় পিঠাপিঠি তিন বোন একসঙ্গে নিহত, এক কবরে দাফন
  • একসঙ্গে গলায় ফাঁস নিলেন স্বামী-স্ত্রী 
  • মধ্যযুগের স্থাপনার অনন্য নিদর্শন নারায়ণগঞ্জের বন্দর শাহি মসজিদ
  • তিন শহীদ বোনের স্মৃতি নিয়ে শুরু শিল্প প্রদর্শনী
  • ‘দেশ যেদিন স্বাধীন হলো, সেদিনই ছিল সত্যিকার ঈদের মতো’
  • নাজমুল–লিটনদের কোচ থাকছেন সিমন্সই
  • সেকালের হাট এবং ঈদের ব্যস্ততা নিয়ে কিছু কথা