চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে এসেছি শুনেই দুবাইয়ের পাকিস্তানি ট্যাক্সি ড্রাইভার আলাপ জমানোর চেষ্টা করলেন। জানালেন, ১৫০০ দিরহামে‌ও পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট মিলছে না। দাম শুনে চক্ষু চড়ক গাছ! সাধারণ গ্যালারির টিকিট এত! আরব আমিরাতের ১ দিরহাম সমান বাংলাদেশের ৩৩.০৯ টাকা। সে হিসাবে গ্যালারির টিকিটের দাম আসে বাংলাদেশি মুদ্রায় ৪৯ হাজার ৬৩৫ টাকা। পেট্রো ডলারের ঝনঝনানিতে থাকা দুবাইবাসীর কাছে অবশ্য এটা কোনো অর্থই নয়। এখানে রেসের ঘোড়া কিংবা শখের উট বা ঈগলের জন্য যে অর্থ খরচ করা হয়, সেটা তৃতীয় বিশ্বের কারও কারও জন্য কল্পনার অতীত।

টিকিট নিয়ে এই কাড়াকাড়ি মূলত দুবাইয়ে বসবাসরত ভারত ও পাকিস্তানের উচ্চবিত্ত কমিউনিটিতে। ২৫ হাজার ধারণক্ষমতার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ তারা কোনোভাবেই হাতছাড়া করতে চান না। বৈশ্বিক ইভেন্ট ছাড়া তো এ দু’দলের লড়াই এখন দেখা যায় না। দু’দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছর যুক্তরাষ্ট্রে টি২০ বিশ্বকাপে। লো স্কোরিং ওই ম্যাচে ৬ রানে জিতেছিল ভারত। তাই এ ম্যাচ নিয়ে এত উন্মাদনা। 

তবে দুবাইয়ের বাংলাদেশি অধ্যুষিত দেরা অঞ্চলের ‘ঢাকা দরবার’ রেস্টুরেন্টের ম্যানেজারের কথায় পাওয়া গেল ভিন্ন আমেজ। অন্য সময় ভারত-পাকিস্তান ম্যাচ থাকলে তাদের রেস্টুরেন্টে নাকি লোক উপচে পড়ে, কিন্তু এবার তেমন ভিড় নেই। এর কারণ হিসেবে আরব আমিরাত কর্তৃপক্ষের ভিজিট ভিসা প্রায় বন্ধ রাখা এবং দেশটির ইমিগ্রেশন পুলিশের কড়াকড়ির কথা বললেন তিনি। তবে ওই দুই দেশের বসবাসকারী এখানে নেহায়েত কম নয়।
 
স্মরণীয় এ লড়াইয়ের আগে দুই প্রবল প্রতিপক্ষ সম্পূর্ণ ভিন্ন অবস্থায় রয়েছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান। সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই ভারতকে হারাতে হবে। দুবাইয়ে গতকাল ফ্লাডলাইটে অনুশীলন করেছে পাকিস্তান দল। এর মধ্যেই নিজ দেশের কয়েকটি গণমাধ্যমের সঙ্গে ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়েছেন খুশদিল শাহ ও হারিস রউফ। 

খুশদিল ভারতকে রীতিমতো সতর্কবার্তাই দিয়েছেন, ‘ভারত শক্তিশালী দল। তবে আমাদের‌ও হিসাবের বাইরে রাখা যাবে না। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অবশ্যই আমরা ভারতকে হারাতে পারব। দলের মধ্যে সে বিশ্বাস রয়েছে।’ 

বৈশ্বিক ইভেন্টগুলোর মধ্যে কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে তাদের সফলতা সমানে সমান বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রথম ম্যাচে হেরে গেলেও ভারতের বিপক্ষে তারা চাপে নেই বলে মনে করছেন পেসার হারিস রউফ। তবে প্রথম ম্যাচে ওপেনার ফখর জামানের ছিটকে যাওয়াটা তাদের জন্য বড় ধাক্কা বলেও মেনে নিচ্ছেন তিনি। আরেক ওপেনার সাইম আইয়ুব তো টুর্নামেন্টের অনেক আগেই ছিটকে গেছেন। অবশ্য সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি কিন্তু ভরসা পাচ্ছেন না। পাকিস্তানের তুলনায় যে ভারতে ম্যাচ উইনার বেশি, সেটা তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন।

সেদিক থেকে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। চোট থেকে সেরে ‌ওঠা পেসার মোহাম্মদ শামি ৫ উইকেট পাওয়ায় চিন্তা অনেকটা কমে গেছে রোহিত শর্মার। জাসপ্রিত বুমরাহর অভাব কিছুটা হলেও তিনি পূরণ করতে পারবেন বলে বিশ্বাস তাঁর। বাংলাদেশের বিপক্ষে জিতলেও বিরাট কোহলি রানে ফিরতে না পারায় কিছুটা অস্বস্তিতে আছেন তারা। গতকাল ভারত অনুশীলন করেনি। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলায় গতকাল বিশ্রামে কাটিয়েছে তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবশ য ভ রতক

এছাড়াও পড়ুন:

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর শহীদ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সকাল ৬টার দিকে তিনি ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।

প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর একে একে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

সম্পর্কিত নিবন্ধ