সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

অবিলম্বে পাঁচ-সদস্য বিশিষ্ট সাংবিধানিক মর্যাদাসম্পন্ন একটি স্থায়ী ‘স্থানীয় সরকার কমিশন’ গঠন করার সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ‘স্থানীয় সরকার সংস্কার কমিশন’।

সম্প্রতি স্থানীয় সরকার কমিশনের প্রাথমিক সুপারিশে এসব তথ্য জানানো হয়েছে।

সুপারিশে বলা হয়েছে, ইতোপূর্বে গঠিত নাজমুল হুদা কমিশন, রহমত আলী কমিশন এবং শওকত আলী কমিশন একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের সুপারিশ করেছিল। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মরহুম ফয়জুর রাজ্জাককে চেয়ারম্যান এবং মরহুম হেদায়াতুল ইসলাম চৌধুরী ও ড.

তোফায়েল আহমেদকে সদস্য করে একটি অধ্যাদেশের মাধ্যমে স্থানীয় সরকার কমিশন গঠন করে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ওই অধ্যাদেশ অনুমোদন না করায় কমিশনটি বিলুপ্ত হয়ে যায়। তাই ২০২৫ সালে স্থানীয় সরকার কমিশন পুনরায় গঠিত হলে স্থানীয় সরকার সংস্কারের সুপারিশসমূহ সুসংহতভাবে বাস্তবায়ন অগ্রগতি লাভ করতে পারে।

সুপারিশে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার কমিশনসহ স্থানীয় সরকার ও স্থানীয় শাসন সংক্রান্ত সব সুপারিশসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে “স্থানীয় সরকার কমিশন” দীর্ঘমেয়াদে সরকারকে যথাযথভাবে সকল আইন, বিধি, নিয়মকানুন ধারাবাহিক ভাবে আইনানুগ পন্থায় প্রস্তুত করতে সহায়তা করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, “স্থানীয় সরকার কমিশন” সকল সংস্কারকর্মের একটি ধারাবাহিকতা রক্ষায় সক্ষম হবে। কমিশন, স্থানীয় সরকার অর্থায়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আইনের আওতায় আমলাতন্ত্র এবং জনপ্রতিনিধিদের সমানভাবে বিচার বিবেচনা করে আইনের শাসন ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে।

বিএইচ

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ

তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে রোববার তাঁকে কারাগারেও পাঠানো হয়েছে। এ খবরে তুরস্কজুড়ে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত ঘটে। বিভিন্ন শহরে রাতভর চলা বিক্ষোভের সংবাদ প্রচারের সময় ৯ সাংবাদিককে গ্রেপ্তার করেছে তুরস্কের কর্তৃপক্ষ। এ ছাড়া শত শত বিক্ষোভকারীকেও আটক করা হয়। 

বিবিসি জানায়, ইমামোগলুকে কারাগারে পাঠানোর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে রোববার রাতে তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় অস্থিরতা দেখা যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ দিন সন্ধ্যার আগেই হাজার হাজার বিক্ষোভকারী ইস্তাম্বুল সিটি হলের সামনে জড়ো হয়। তুর্কি পতাকা হাতে নিয়ে তারা দাঙ্গা পুলিশের সামনে স্লোগান দেয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে এবং পিপার স্প্রে প্রয়োগ করে। তুরস্কজুড়ে বিক্ষোভের কারণে অনেক শহরে রাস্তার জমায়েত নিষিদ্ধ করা হলেও রোববার টানা পঞ্চম রাতেও বেশির ভাগ স্থানে শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যমগুলো জানায়, তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে কমপক্ষে ৫৫টিতে বিক্ষোভ হয়েছে, যা পুরো দেশের দুই-তৃতীয়াংশেরও বেশি। সিটি হলের সামনে জড়ো হওয়া বিশাল জনতার উদ্দেশে ইমামোগলুর স্ত্রী দিলেক কায়া ইমামোগলু বলেন, আমার স্বামীর বিরুদ্ধে করা এই অবিচার প্রতিটি বিবেককে নাড়া দিয়েছে।

সোমবার তুরস্কের সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, ঠিক কী কারণে সাংবাদিকদের আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। গ্রেপ্তার সাংবাদিকদের মধ্যে ফরাসি সংবাদমাধ্যম এএফপির  একজন ফটোগ্রাফারও রয়েছেন বলে রয়টার্স জানায়।

এদিকে ইমামোগলুকেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তাঁর রাজনৈতিক দল সিএইচপি। সোমবার দলের একজন মুখপাত্র এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। পিপলস রিপাবলিক পার্টি বা সিএইচপি একটি বামঘেঁষা রাজনৈতিক দল এবং এই মুহূর্তে তুরস্কের বৃহত্তম বিরোধী দল। ৫৮ বছর বয়সী ইমামোগলু সিএইচপির অন্যতম শীর্ষ নেতা। 

সম্পর্কিত নিবন্ধ