ঢাকার বেইলি রোডে দুর্ঘটনায় নিহত ১
Published: 22nd, February 2025 GMT
ঢাকার রমনায় বেইলি রোডে সড়ক দুর্ঘটনায় মো. আশিক নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল রাত ১১টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স ২৬ বছর। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
আহত আরেক মোটরসাইকেল আরোহী রাসেল (৩০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার পর বেইলি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার সদস্য ফয়েজ প্রথম আলোকে বলেন, বেইলি রোডে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। তখন গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ড ক ল কল জ
এছাড়াও পড়ুন:
আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার একটি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মানবেন্দ্র ঘোষ বলেন, ‘‘এ ঘটনার পর আমিসহ পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’’
আরো পড়ুন:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে আগুন
‘আমার সুখের সংসারে ছেদ টানলো আগুন’
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওসি বলেন, ‘‘এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/চন্দন/রাজীব