সবচেয়ে পুরোনো রেডিও জেটের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
Published: 22nd, February 2025 GMT
বিভিন্ন মহাকাশীয় বস্তু থেকে নির্গত কণা ও তড়িৎ চৌম্বকীয় বিকিরণের উচ্চ গতির প্রবাহকে রেডিও জেট বলা হয়। অনেক দূর থেকে এসব কণার ধাক্কা টের পাওয়া যায়। মহাকাশের দূরবর্তী এলাকায় থাকা বৃহত্তম এক রেডিও জেটের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, রেডিও জেটটি চওড়ায় আমাদের মিল্কিওয়ে ছায়াপথের (গ্যালাক্সি) দ্বিগুণ। আর তাই এই রেডিও জেট থেকে মহাবিশ্ব সম্পর্কে মূল্যবান তথ্য জানা যাবে।
বিজ্ঞানীদের তথ্য মতে, মহাকাশের দূরবর্তী এলাকায় কমপক্ষে ২ লাখ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই রেডিও জেট। আর তাই রেডিও জেটটি বিরল এক প্রাচীন মহাজাগতিক কাঠামোর আভাস দিচ্ছে। রেডিও জেটটি সম্পর্কে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণার তথ্য মতে, বিজ্ঞানীরা দুটি শক্তিশালী রেডিও টেলিস্কোপের সাহায্যে এই জেট শনাক্ত করেছেন।
বিজ্ঞানী অ্যানিক গ্লোডেম্যান্স এই আবিষ্কারকে যুগান্তকারী ও মহাবিশ্বের প্রাথমিক সময়কার সবচেয়ে বড় রেডিও জেট হিসেবে বর্ণনা করেছেন। ধারণা করা হচ্ছে, এই রেডিও জেট বিগ ব্যাংয়ের অল্প সময় পর তৈরি হয়েছিল, তখন মহাবিশ্বের বয়স ছিল ১২০ কোটি বছর।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৪ এপ্রিল ২০২৫)
আইপিএল, সৌদি প্রো লিগ, জার্মান বুন্দেসলিগা ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা ???? টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
আল হিলাল–আল নাসর
রাত ১২টা ????সনি স্পোর্টস টেন ৫
অগ্সবুর্গ–বায়ার্ন মিউনিখ
রাত ১২–৩০ মি. ???? সনি স্পোর্টস টেন ২
রায়ো ভায়েকানো–এস্পানিওল
রাত ১টা ???? জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট
নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা ???? সনি স্পোর্টস টেন ৫