সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিশ্ব বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারায় ফিরেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও নতুন বাজারে রপ্তানি বেড়েছে। এর মধ্যে যুক্তরাজ্য ও নতুন বাজার ছাড়া বাকি সব বাজারে রপ্তানি বেড়েছে ১০ শতাংশের বেশি।

চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই–ডিসেম্বর সময়ে ১ হাজার ৯৮৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২৮ শতাংশ বেশি। গত অর্থবছর প্রথমার্ধে রপ্তানি হয়েছিল ১ হাজার ৭৫৬ কোটি ডলারের তৈরি পোশাক।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান দিয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি হওয়া তৈরি পোশাকের অর্ধেকের গন্তব্য ছিল ইইউ। বড় এই বাজারে রপ্তানি হয়েছে ৯৮৭ কোটি ডলারের তৈরি পোশাক। এই রপ্তানি গত অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ২২ শতাংশ বেশি।

ইইউর দেশগুলোর মধ্যে জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, পোল্যান্ড, ইতালি ও ডেনমার্কে ৫০ কোটি ডলার বা তার বেশি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে স্পেন ও ইতালি ছাড়া বাকি দেশগুলোতে রপ্তানি বেড়েছে ১০ শতাংশের বেশি।

বিজিএমইএর তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথমার্ধে জার্মানিতে ২৪৭ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। এই রপ্তানি গত অর্থবছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। এ ছাড়া স্পেনে ১৭০ কোটি, ফ্রান্সে ১০৯, নেদারল্যান্ডসে ১০৬, পোল্যান্ডে ৭৯, ইতালিতে ৭৭ ও ডেনমার্কে ৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই দেশগুলোর মধ্যে পোল্যান্ডে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে সর্বোচ্চ ২৮ শতাংশ আর সর্বনিম্ন স্পেনে, ৩ শতাংশের কাছাকাছি।

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার। চলতি অর্থবছরের প্রথমার্ধে সে দেশে ৩৮৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৫৫ শতাংশ বেশি। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ১৯–২০ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার দুই সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করায় বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনা দেখছেন তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। তারা বলছেন, চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এতে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ সরাবে। ফলে বাড়তি ক্রয়াদেশ বা অর্ডার পাওয়ার সুযোগ তৈরি হবে।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: র প রথম র ধ

এছাড়াও পড়ুন:

লোকসানের ধারায় আছে বিডি সার্ভিস

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) লোকসানের ধারা অব্যাহত আছে বিডি সার্ভিসের। এর আগে প্রথম প্রান্তিকেও লোকসানে ছিল কোম্পানিটি। অর্থাৎ সামগ্রিকভাবে বছরের প্রথম ছয় মাসে লোকসানে আছে বিডি সার্ভিস।

২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বিডি সার্ভিসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা; ২০২৩ সালের একই সময় যা ছিল ১ টাকা ৭২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে। অর্ধবার্ষিক হিসাবে দেখা যাচ্ছে, জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির লোকসান হয়েছে শেয়ারপ্রতি ৫ টাকা ২০ পয়সা; গত বছরের একই সময় যা ছিল ২ টাকা ৭৪ পয়সা।

জুলাই-ডিসেম্বর ২০২৪ সময়ে বিডি সার্ভিসের শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১ টাকা ৯৭ পয়সায় নেমে এসেছে; ২০২৩ সালে যা ছিল ২ টাকা ৮৭ পয়সা। এ ছাড়া ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল টাকা ২২৩ টাকা শূন্য ৬ পয়সা; ৩০ জুন ২০২৪ তারিখে যা ছিল ২২৮ টাকা ২৬ পয়সা। অর্থাৎ সামগ্রিকভাবে কোম্পানিটি আর্থিকভাবে চাপের মুখে আছে। ২০১৪ সালের পর কোম্পানিটি লভ্যাংশ দেয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • বাড়ছে আমদানিনির্ভর কৃষিপণ্যের উৎপাদন
  • ঈদের আগে প্রবাসী আয়ে রেকর্ড, আগস্টের পর থেকেই বাড়ছে
  • সুন্দরবনে নৌকায় ৫০ কেজি হরিণের মাংস ফেলে পালালেন শিকারিরা
  • ২৬ দিনে রেমিট্যান্স ৩শ’ কোটি ডলারের  কাছাকাছি 
  • রেমিট্যান্সের নতুন রেকর্ড
  • প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই, ঈদের আগেই রেকর্ড
  • ভারত থেকে চাল, সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসছে এলএনজি
  • ম্যাকসন্স স্পিনিংয়ের লোকসান বেড়েছে ৮২ শতাংশ
  • লোকসানের ধারায় আছে বিডি সার্ভিস
  • বিডি সার্ভিসেসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ