দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় ক্যাম্পাসের বাইরে কর্মিসভার ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন একটি জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মিসভায় নতুন সদস্য সংগ্রহের জন্য সংগঠনের ফরম বিতরণ করবেন দলটির নেতা-কর্মীরা। এ সময় ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ছাত্রদল সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হয়েছিল। এরপর ওই কমিটির অনেকেই নিষ্ক্রিয় হয়ে যান। এ ছাড়া ১৫ বছর ধরে ছাত্রসংগঠনটি কোনো কর্মিসভা করতে পারেনি। বর্তমানে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা এ আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন বলেন, ক্যাম্পাসে যেহেতু দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তাই বাইরে কর্মিসভার আয়োজন করা হয়েছে। গত ১৫ বছরের মধ্যে কোনো কর্মিসভা হয়নি।

এদিকে গত ৬ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে আপাতত রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.

মোখলেসুর রহমান বলেন, ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলকেই দলীয় ব্যানারে কোনো কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দল য় ব য ন র ছ ত রদল র জন ত

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক ই-স্পোর্টস ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভেনম ইস্পোর্টস

অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-স্পোর্টস সংগঠন ভেনম ই-স্পোর্টস।

আগামী ১৭ এপ্রিল থেকে ৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইতোপূর্বে, ভেনম ই-স্পোর্টসের অনার অব কিংস (এইচওকে) দল ভেনম আনলীশ সোর্ড (ভেনম ইউএস) অনার অফ কিংস ওপেন (এইচওকে) সিরিজ স্প্লিট ৩ - সাউথ এশিয়া ক্যাটাগরি থেকে অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগে স্থান করে নিয়েছে। অনার অফ কিংস (এইচওকে) ওপেন সিরিজ স্প্লিট ৩ গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। 

অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও  অংশগ্রহণ করবে মিশর, জাপান, চীন, ইরাক, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া।

এ প্রতিযোগিতায় ভেনম আনলীশ সোর্ড দল শীর্ষ আন্তর্জাতিক দল নংশিম রেডফোর্স, জেন.জি ইস্পোর্টস, ক্রেজি রেকুন, আর৮ ইস্পোর্টস, স্কারজ, এবং দ্য ভিসিয়াস ই-স্পোর্টসের বিরুদ্ধে লড়াই করবে।

নিজেদের দক্ষতা প্রমাণ করতে ভেনম আনলীশ সোর্ড দলে খেলোয়াড় হিসেবে রয়েছেন তাহমিদ জাকী আনকান, নাফিস আহমেদ রাফি, আসহীর জাকী আন্তার, শরজিল শাহরিয়ার মাহিন, কাহান চাকমা এবং কামরুল হাসান রাকিব।

অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি এইচওকে গ্লোবাল ই-স্পোর্টস এর অফিসিয়াল ইউটিউব, ফেসবুক, টিকটক এবং টুইচ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

ভেনম ইস্পোর্টস সংগঠনটি ইতোমধ্যে এরিনা অব ভেলর (এওভি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, মোবাইল লিজেন্ডস: বাং বাং (এমএলবিবি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এবং এমএলবিবি সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা ছিনিয়ে এনেছে।

সংগঠনটির পরিচালনায় রয়েছেন শাহরিয়ার চৌধুরী, নাঈম ইসলাম খান, আশরাফুল ইসলাম, তানভীর হোসেন মাহি, আবদুল্লাহ আল নোমান এবং মেহেদী মির্জা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গেমিং ভক্তরা ভেনম ইস্পোর্টসের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • আন্তর্জাতিক ই-স্পোর্টস ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভেনম ইস্পোর্টস
  • শিল্পে গ্যাসের নতুন মূল্যহার বৈষম্যমূলক
  • কুয়েট শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের
  • শিক্ষার্থীদের অধিকার নিয়ে জবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করবে ছাত্র অধিকার পরিষদ