সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির(বিএএস) যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড.

চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): অর্থনৈতিক কার্যক্রম আপনার অনুকূলে থাকবে। রোগ সংক্রান্ত বিষয়ে সচেতন হন। গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাবেন। পারিবারিক সমস্যায় ইতিবাচক মনোভাব পোষণ করুন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। ভ্রমণ শুভ। বিনিয়োগে সফলতা পাবেন।

আরো পড়ুন:

এ সপ্তাহের রাশিফল (১৫-২১ ফেব্রুয়ারি)

এ সপ্তাহের রাশিফল (৮-১৪ ফেব্রুয়ারি)

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): বিনিয়োগ, ব্যবসায়িক সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। নতুনভাবে কোনো সমস্যায় পড়তে পারেন। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। প্রেমে সফলতা পাবেন। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): ধৈর্য বৃদ্ধি করুন। প্রেমে অহেতুক সমালোচনা পড়তে পারেন। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। শারীরিক ও মানসিকভাবে অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। ব্যবসায়িক সফলতা পাবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): সৃজনশীলত কাজে অনুকূল পরিবেশ তৈরি হবে। পারিবারিক মনোমালিন্য বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পেশাগত পদোন্নতি হবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। আর্থিক যোগাযোগ শুভ। নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। প্রেমে সফলতা পাবেন। ভ্রমণ শুভ। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কাজের চাপ বাড়বে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। ভ্রমণ শুভ। আর্থিক নিয়ে কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। পারিবারিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। ভ্রমণ শুভ।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক ও শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): এ সপ্তাহ আপনার জন্য শুভ ও স্বাভাবিক যাবে। কাজের জায়গায় সফলতা পাবেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। প্রেমে সফলতা পাবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আর্থিক সফলতা পাবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো আনন্দ অনুষ্ঠানে যোগদান করতে পারেন। কোনো ধরনের অলসতাকে প্রশ্রয় দেবেন না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আনন্দদায়ক সময় কাটবে। অনেক বিষয় আপনার জন্য শুভ। দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক ভালো যাবে। প্রেমে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র শ ফল ব যবস য় ক ভ রমণ শ ভ আর থ ক সমস য

এছাড়াও পড়ুন:

সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

ঢাকায় চার দিনের সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন, বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ৪ দিনের ওই সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনের বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

বিডা চেয়ারম্যান বলেন, এই সম্মেলনের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। সরকারি খরচ হয়েছে দেড় কোটি টাকা। তবে খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। চারদিনের সামিটে এসে কেউ ১০০ কোটি টাকার চেক লিখে ফেলবে, বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের ফ্যাক্টরি ভিজিট করিয়েছি। ফ্যাক্টরি করতে হলে কোথায় যেতে হবে, তাদের দেখানো হয়েছে। সম্মেলনে এসে বিনিয়োগকারীরা খুব খুশি হয়েছেন, তাদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ তৈরি হয়েছে। আমাদের উদ্দেশ্য খাবারের ম্যানু থেকে আমরা যেন আগেই বাদ না পড়ে যাই। আমরা একইসাথে সংস্কারের কাজ করব, আর বিনিয়োগের পাইপলাইন বিল্ডিং-এর কাজ করে রাখব।

বিডার চেয়ারম্যান আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ১০-এ ১০ পাওয়ার মতো সামিট হয়নি। যত সফলতা আছে তা সবার। ব্যর্থতা বিডা ও বেজার। প্রতিবছর এ ধরনের সামিট হতে পারে। এ ধরনের সিমিলার ইভেন্ট পরবর্তীতে বা পরবর্তী সরকার করবে বলে প্রত্যাশা করি।

তিনি আরো জানান, বিনিয়োগের পাইপলাইন ঠিক রাখতে বিনিয়োগ সম্মেলনে আসা সবাইকে থ্যাংক ইউ মেইল পাঠানো হবে। তাদের সাথে যোগাযোগ রাখা হবে।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, উদ্বোধনী সামিটে ৭৫০ জন অংশ নেয়। এর মধ্যে ৪১৫ জন বিদেশি ছিল। পুরো সম্মেলনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ অংশ নেয়। স্পিকার ও প্যানেলিস্ট ছিল ১৩০ জন।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • মুড়ি ভর্তা বিক্রি করে আয় অর্ধ লাখ টাকা
  • মাছ শিকারে সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু আজ
  • সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান