জার্মানিতে পার্লামেন্টের ২১তম নির্বাচন হবে রোববার। দেশটির ফেডারেল পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, প্রায় সাড়ে আট কোটি মানুষের দেশ জার্মানিতে এ বছর মোট ভোটারের সংখ্যা প্রায় ৫ কোটি ৯২ লাখ। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ। আর পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ।

এবারের নির্বাচনে জার্মান পার্লামেন্টে ৬৩০টি আসনের জন্য ২৯টি দল মোট ৪ হাজার ৫০৬ জন প্রার্থী দিয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটকেন্দ্রগুলো খোলা থাকবে।

জার্মানিতে ১৯৪৯ সালের পর থেকেই গণতান্ত্রিক প্রথায় নির্বাচন হচ্ছে। জার্মানির রাজনীতিতে সরকার গঠনের ঐতিহ্য হলো, জোট বেঁধে সরকার গঠন। কারণ, সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট কোনো দলই পায় না। এবারও তার ব্যত্যয় ঘটছে না বলেই মনে করা হচ্ছে। তাই সরকার গঠন করতে গেলে জোট বাঁধা ছাড়া বিকল্প থাকছে না।

নির্বাচনের প্রায় দুই সপ্তাহ আগে থেকেই এবং সর্বশেষ নানা জরিপে দেখা যাচ্ছে, প্রথমে রয়েছে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল, তারপর রয়েছে কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দলটি, এরপর রয়েছে বর্তমানের ক্ষমতাসীন জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল এবং চতুর্থ অবস্থানে রয়েছে পরিবেশবাদী সবুজ দল।

নির্বাচনী জরিপের হিসাবে, ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলটির নেতা ফ্রিডরিখ মের্ৎসকে সম্ভাব্য আগামী চ্যান্সেলর হিসেবে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে বড় চমক জার্মানির কট্টর রক্ষণশীল অভিবাসীবিদ্বেষী দল হিসেবে পরিচিত অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটি। নির্বাচনী জরিপে এই দল দ্বিতীয় অবস্থানে রয়েছে।

নির্বাচনের আগে থেকেই জার্মানিজুড়ে কট্টর রক্ষণশীল অভিবাসীবিরোধী অল্টানেটিভ ফর ডয়েচল্যান্ড দলটির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। দলটির বিরুদ্ধে জার্মানির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা জার্মানির গণতান্ত্রিক দলগুলোকে নব্য নাৎসিদের দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের সঙ্গে সহযোগিতা বা জোট গঠন না করতে আহ্বান জানিয়েছে।

জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং তার জোট সরকার করোনা–পরবর্তী সময়ে ক্ষমতা গ্রহণ এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকটি কারণে জনপ্রিয়তা হারিয়েছে। আর তা হলো, অর্থনৈতিক সমস্যা ও মুদ্রাস্ফীতি, তিন দলের ক্ষমতাসীন জোটের মধ্যে বিরোধ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দৃঢ়তার অভাব, জলবায়ু নীতি ও অভিবাসন বিতর্ক এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এসব মিলিয়ে ওলাফ শলৎজের জোট সরকার জনপ্রিয়তা হারিয়েছে।

জার্মানির সম্ভাব্য আগামী চ্যান্সেলর ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলটির নেতা ফ্রিডরিখ মের্ৎস নির্বাচনের পর জার্মান অর্থনীতিকে শক্তিশালী করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া প্রথম ১০০ দিনের মধ্যে ৩টি মূল বিষয়ের সমাধানের কথা নির্বাচনী সভাগুলোতে বলেছেন। আর তা হলো, নাগরিক ভাতাকে একটি নতুন মৌলিক নিরাপত্তা দিয়ে প্রতিস্থাপন করার পরিকল্পনা, কর্মরত পেনশনভোগীদের জন্য করমুক্ত অতিরিক্ত আয় এবং করবিষয়ক সংস্কার।

রোববারের নির্বাচনে সর্বশেষ জরিপ অনুযায়ী ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দলটির নেতা ফ্রিডরিখ মের্ৎসকে সম্ভাব্য চ্যান্সেলর হিসেবে দেখানো হলেও সরকার গঠন করতে সামাজিক গণতান্ত্রিক দল বা পরিবেশবাদী গ্রিন পার্টির সঙ্গে জোট বাঁধতে হবে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা ধারণা করছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র গঠন র জন য দলট র

এছাড়াও পড়ুন:

‘বিসিবি আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে বিসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা তার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যত ধ্বংস করে দিয়েছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করে বিসিবি। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাথুরুসিংহে। তার ভাষায়, ‘তারা আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার কোনো সুযোগ দেয়নি। শুধু অভিযোগের ভিত্তিতে আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে।’

সেই সময়কার রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত উদ্বেগও তুলে ধরেছেন হাথুরুসিংহে। জানান, বরখাস্ত হওয়ার পর তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছিলেন। ‘সাধারণত আমার সঙ্গে একজন ড্রাইভার ও একজন বন্দুকধারী থাকত। কিন্তু ওই দিন শুধু ড্রাইভার ছিল। তখনই বুঝেছিলাম, কিছু একটা ঘটেছে।’

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে টিভিতে নিজের চাকরিচ্যুতির খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ব্যাংক ম্যানেজারও তাকে সতর্ক করে বলেন, রাস্তায় বের হলে বিপদ হতে পারে। পরে এক বন্ধুর সহায়তায় টুপি ও হুডি পরে মধ্যরাতের ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন এই শ্রীলঙ্কান কোচ। নাসুমের ঘটনার ব্যাখ্যায় হাথুরু বলেন, ‘আমি কাউকে চড় মারিনি। আসলে আমি ব্যাটসম্যানদের গ্লাভস পাঠাতে বলছিলাম, তাই পিঠে হালকা টোকা দিই। এটাকে চড় বলা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।’

এই ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ নিক পোথাস ও স্পিন কোচ রঙ্গনা হেরাথও। হেরাথ বলেন, ‘বিশ্বকাপে তার চারপাশে সবসময় ক্যামেরা ছিল। এমন কিছু ঘটলে তার ভিডিও বের হতোই।’ পোথাস যোগ করেন, ‘এটা খুবই স্পষ্ট যে, কেউ হয়তো তার প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে এ ধরনের অভিযোগ এনেছে।’

হাথুরুসিংহে মনে করেন, তাকে বরখাস্ত করা ছিল বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের পরিকল্পিত পদক্ষেপ। ‘আমি জানি না, গত ছয় মাসে কতগুলো চাকরির সুযোগ হারিয়েছি। বিসিবি শুধু আমার চাকরি নয়, আমার পুরো কোচিং ক্যারিয়ার শেষ করে দিয়েছে,’ বলেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ