জেমিনি চ্যাটবটের সঙ্গে আলাপচারিতার সারাংশও দেখা যাবে
Published: 22nd, February 2025 GMT
নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবটে সম্প্রতি ‘জেমিনি লাইভ’ নামের সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সহজেই জেমিনি চ্যাটবটের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। শুধু তা-ই নয়, চাইলে জেমিনি লাইভের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তরও জানতে পারেন তাঁরা। এবার জেমিনি লাইভে আলাপচারিতার সারাংশ তৈরির নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এ সুবিধা চালু হলে জেমিনি চ্যাটবটের সঙ্গে কথোপকথনের উল্লেখযোগ্য তথ্যগুলো সহজে জানতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেমিনি লাইভে আলাপচারিতার সারাংশ তৈরির সুবিধা যুক্তের জন্য কাজ করছে গুগল। জেমিনির অ্যান্ড্রয়েড অ্যাপের ‘১৬.
অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, আলাপচারিতার সারাংশ তৈরির সুবিধাটি মূলত ‘টু-ওয়ে অডিও’ আলাপচারিতার উল্লেখযোগ্য তথ্যগুলো পয়েন্ট আকারে দেখাবে। ফলে সহজেই ব্যক্তিগত কাজের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে জেমিনি চ্যাটবট ব্যবহার করা যাবে।
সূত্র: নিউজ১৮
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য টবট
এছাড়াও পড়ুন:
প্রথম বিয়ে দুই মাসও টেকেনি, তৃতীয় বিয়েও বিচ্ছেদে
ছবি: শিল্পীর ফেসবুক