স্বামীকে বাঁচাতে খুনিদের পা ধরেও মন গলেনি, স্ত্রীর চোখের সামনে কুপিয়ে হত্যা
Published: 22nd, February 2025 GMT
বাবার লাশ পাওয়া গিয়েছিল বিলের পানিতে। চার মাস পর শুক্রবার দুপুরে ছেলেকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুশিয়ারায়।
নিহত বাবুল হোসেন (৫২) কুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং মাখুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। জমি নিয়ে বিরোধে এই খুন হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।
এলাকাবাসী ও নিহতের স্বজনের কাছ থেকে জানা গেছে, বাবুল ও তার স্ত্রী ইয়াসমিন বেগম শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে অর্ধকিলোমিটার দূরে কুশিয়ারায় তার জমিতে সরিষা মাড়াই করছিলেন। এ সময় একই এলাকার কয়েকজন তাকে ঘিরে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তার একটি চোখ উপড়ে ফেলা হয় ও পায়ের রগ কেটে দেওয়া হয়। এ সময় স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আকশীরনগর হাউজিংয়ের জমি নিয়ে এলাকায় বিরোধ আছে। তিনি এর পক্ষে-বিপক্ষে অবস্থান পাল্টিয়েছেন। নিহত বাবুল বিএনপি করতেন বলে শোনা গেলেও তা নাকচ করে দিয়েছেন দলটির ইউনিয়ন কমিটির সভাপতি শাহজাহান মিঞা।
নিহতের আত্মীয় আসিফ হোসেন জানান, খুনিদের পা ধরে স্বামীর প্রাণভিক্ষা চেয়েছিলেন স্ত্রী। কিন্তু খুনিদের মন গলেনি।
নিহতের চাচাতো ভাই সাইদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার শওকত আলী, মনির, রাজিব, আফসান, আনোয়ার হোসেন, আরশেদ, শরিফসহ কয়েকজন মিলে বাবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে। কী নিয়ে শত্রুতা, তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। চার মাস আগে একই এলাকার বিলের পানিতে ভাসমান গলিত অবস্থায় নিহত বাবুল হোসেনের বাবা ইদ্রিস আলীর লাশ পাওয়া গিয়েছিল। এর আগে তিনি ১১ দিন নিখোঁজ ছিলেন।
স্থানীয় নাসির উদ্দিন জানান, চার-পাঁচদিন আগে হামলাকারীরা বাবুলের সন্তান ইভা ও ইয়ামিনকে মারধর করতে চেয়েছিল। কী কারণে মারতে চেয়েছিল, তা সঠিকভাবে বলতে পারেননি।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আরশেদের সঙ্গে জমি নিয়ে বাবুলের বিরোধ ছিল। আরশেদ ও তার ছেলে শরীফ ও সৈকত মিলে তাকে হত্যা করেছে। অভিযুক্তদের ধরার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নেইমারের সান্তোসে ফেরার পথে মেসির পুরনো কোচ
জানুয়ারিতে মহাআয়োজন করে সান্তোস ফিরিয়ে এনেছিল তাদের এই শতাব্দীর সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে। সেই ধারাবাহিকতায় এবার ব্রাজিলায়ান ক্লাবটি ফেরাতে পারে সাবেক কোচ হর্হে সাম্পাওলিকে। এই ৬৫ বছর বয়সী কোচও গত দেড় দশকে সান্তোসের সবচেয়ে সফল কোচ ম্যাচ জয়ের হিসেবে।
সান্তোস সম্প্রতি পর্তুগিজ কোচ পেদ্রো কাইসিনহাকে বরখাস্ত করেছে। এরপরই সাম্পাওলিকে ফেরানোর আলোচনা শুরু হয়েছে। আগের ধাপে ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদকালে অসাধারণ সাফল্যের কারণে এই চিলিয়ান কোচের সম্ভাব্য প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে রোমাঞ্চের সৃষ্টি করেছে।
নেইমার এখন সান্তোসে। ফলে সাম্পাওলি ব্রাজিলিয়ান ক্লাবটিতে ফিরলে, আবারও সুযোগ পাবেন শীর্ষ মানের এক খেলোয়াড়ের সঙ্গে কাজ করার। এর আগে এই চিলিয়ান কোচ লিওনেল মেসির সঙ্গে কাজ করেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ থাকাকালীন। তাঁর অধীনেই ২০১৮ সালের বিশ্বকাপ খেলে আলবিসেলেস্তারা।
আরো পড়ুন:
বার্সেলোনা নয়, মেসি থাকছেন মায়ামিতেই
মেসি ম্যাজিকে সেমিফাইনালে মায়ামি
সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরার নেতৃত্বে যখন নতুন কোচের ব্যাপারে আলোচনা চলছে। তখনই সাম্পাওলির নাম উঠে আসে। তিতে ও ডোরিভাল জুনিয়রের মতো কয়েকজন অভিজ্ঞ ও সুনামধন্য কোচকে প্রস্তাব দিলেও তারা রাজি হননি। অন্যদিকে ক্লাবটির বোর্ডের একটি অংশ সাম্পাওলির ব্যাপারে উদ্বিগ্ন। এই ৬৫ বছর বয়সী কোচ স্কোয়াডে বড় বিনিয়োগের ব্যাপারে বলেছেন। এছাড়াও তার কঠিন কোচিং করানোর কৌশলের জন্যও কিছুটা দ্বিধা রয়েছে। তবুও, প্রেসিডেন্টের কাছে তিনি শীর্ষ পছন্দ হিসেবে রয়েছেন।
সাম্পাওলি ফ্রেঞ্চ ক্লাব রেঁনেতে ও দ্বিতীয় ধাপে সেভিয়াতে ব্যর্থতার পর ২০২৩ সালে ফ্ল্যামেঙ্গোতে চলে আসেন নতুন কোচিং দায়িত্ব নিয়ে। এছাড়াও তিনি ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোকেও কোচিং করিয়েছেন।
সান্তোসের প্রতি গভীর ভালোবাসা থেকে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেছিলেন সাম্পাওলি বলেন, “সান্তোস এবং সান্তিসতা জাতি, যারা আমাকে এত ভালোবাসার সাথে স্বাগত জানিয়েছে, তাদের প্রতি আমি কেবল জন্মদিনের শুভেচ্ছাই জানাই না, বরং একই সাথে বিশ্ব ফুটবলের এই বিশাল জায়গাটির জন্য একটি মর্যাদাপূর্ণ পুনর্গঠনও আশা করি। যাতে এটি আবারও তার প্রাপ্য আনন্দ উপভোগ করতে পারে, যার সাথে তারা সর্বদা অভ্যস্ত।”
ব্রাজিলের ক্লাবগুলোতে আর্জেন্টাইন কোচদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে লুইস সুবেলদিয়া (সাও পাওলো), হুয়ান পাবলো ভয়ভোদা (ফর্টালেজা), র্যামন দিয়াজ (করিন্থিয়ান্স) এবং গুস্তাভো কিনতেরোস (গ্রেমিও) দলের দায়িত্বে আছেন।
ঢাকা/নাভিদ