যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহত্তর লস অ্যাঞ্জেলস ২১ উদযাপন পরিষদের উদ্যোগে  স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ১১ পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

উদযাপন অনুষ্ঠানে  সন্ধ্যা থেকে এখানে চলতে থাকে ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উত্তরণ শিল্পী গোষ্ঠী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এক শ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা বিসিবির 

ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আগস্টে শুরু হওয়া ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ১৭ ও ২০ আগস্ট হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩ আগস্ট। 

এরপর চট্টগ্রামে দুই দল ২৬ আগস্ট টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট। ওই সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১ সেপ্টেম্বর সিরিজ শেষ করে দেশে ফিরবেন দলটির ক্রিকেটাররা।  

সম্পর্কিত নিবন্ধ