বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে ছয়টি বিষয়ে মতৈক্য হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চার দিনব্যাপী ৫৫তম সীমান্ত সম্মেলনে দুই দেশ এসব বিষয়ে একমত হয়। উভয় পক্ষ এসব বিষয়ে সম্মত হওয়ার বিষয়টি এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে যেসব বিষয়ে মতৈক্য হয়েছে, সেগুলো হলো—

# সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে, এমন তাৎক্ষণিক এবং আগাম গোয়েন্দা তথ্য একে অপরের মধ্যে আদান-প্রদান, সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ এবং সীমান্তে যেকোনো হত্যা সংঘটিত হলে তার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

# আলোচনায় সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা, কাঁটাতারের বেড়া, প্রতিরক্ষায় ব্যবহৃত হয়, এমন কোনো স্থাপনা বা বাংকার নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন এবং যৌথ আলোচনার দলিলের ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে বন্ধ থাকা অন্যান্য উন্নয়নমূলক কাজের ব্যাপারে যথোপযুক্ত পর্যায়ে জয়েন্ট ভেরিফিকেশনের (যৌথ যাচাই) মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।

# বিভিন্ন ধরনের আন্তসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও গবাদিপশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রার নোট প্রভৃতি চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করা হবে।

# আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল–বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে উভয় বাহিনীর নজরদারি বৃদ্ধির পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

#  মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিশেষ করে মানব পাচারের মতো অমানবিক কার্যক্রমের সঙ্গে জড়িত উভয় দেশের অপরাধী বা দালালচক্রের কার্যক্রম প্রতিরোধে পরস্পরকে সহায়তা এবং মানব পাচারের শিকার ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত দেশের আইন অনুযায়ী উদ্ধার ও পুনর্বাসন করা হবে।

# উভয় পক্ষ ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার’ আওতায় পারস্পরিক আস্থা বৃদ্ধির জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে উভয় বাহিনীর পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন। উভয় পক্ষ আগামী দিনে যৌথ খেলাধুলা, জয়েন্ট রিট্রিট সেরিমনিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় কর্মকাণ্ড পরিচালনা করবে।

# এ ছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত সীমান্তবর্তী চারটি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন, জকিগঞ্জের কুশিয়ারা নদীর সঙ্গে রহিমপুর খালের মুখ উন্মুক্তকরণ, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য অবস্থান এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করে। অপর দিকে বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করে।

আরও পড়ুনসীমান্ত সহযোগিতার নতুন অঙ্গীকার বিজিবি–বিএসএফের২০ ফেব্রুয়ারি ২০২৫

সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানান। আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি তুলে ধরে সীমান্তে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার বিষয়ে বিজিবি মহাপরিচালক বিএসএফ মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। সীমান্তবর্তী নদীর ভাঙন রোধে তীরবর্তী বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ এবং পূর্বাভাস না দিয়ে বাংলাদেশের উজানে বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বন্যার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়। তা ছাড়া ভারত থেকে বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার রোধ, স্বর্ণসহ অন্যান্য দ্রব্যের চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো অপরাধ দমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

অন্যদিকে বিএসএফ মহাপরিচালক মানুষের জীবন ও মানবাধিকার চেতনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে সীমান্তে হত্যা নিরসনে বিএসএফ কর্তৃক ‘অ-প্রাণঘাতী’ নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি মাদক পাচার, চোরাচালান রোধসহ সীমান্তে শান্তির জন্য ক্ষতিকারক হতে পারে, এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম ন তবর ত উভয় দ শ র র জন য পর য য় ধরন র অপর ধ

এছাড়াও পড়ুন:

গজলডোবা, অনলাইন গেট পাস, স্টারলিংক, এআই সনদ, বিএসএফের অপস অ্যালার্ট কী—জানুন

১. বাংলা গানের প্রথিতযশা শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘আমি বাংলায় গান গাই’ সর্বপ্রথম কোন অ্যালবামে প্রকাশিত হয়?

ক. পাথরে পাথরে নাচে আগুন

খ. যেতে হবে

গ. ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা

ঘ. তোমাকে দেখেছিলাম

উত্তর: খ. যেতে হবে

২. ‘পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিলকরণ’ শিরোনামে পরিপত্র জারি করা হয় —

ক. ১২ ফেব্রুয়ারি, ২০২৫

খ. ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

গ. ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ঘ. ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

উত্তর: ঘ. ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

৩. তিস্তা নদীর উজানে ভারতীয় অংশে ‘গজলডোবা বাঁধ’ নির্মাণ করা হয়—

ক. ১৯৭৯ সালে

খ. ১৯৮৪ সালে

গ. ১৯৮৯ সালে

ঘ. ১৯৯৮ সালে

উত্তর: ঘ. ১৯৯৮ সালে

আরও পড়ুনডাক অধিদপ্তরে আবারও বড় নিয়োগ, পদ ২৫৫১২ ফেব্রুয়ারি ২০২৫

৪. যমুনা রেলসেতুর দৈর্ঘ্য—

ক. ৪.৮ কিলোমিটার

খ. ৩.৭ কিলোমিটার

গ. ৫.৬ কিলোমিটার

ঘ. ৬.১৫ কিলোমিটার

উত্তর: ক. ৪.৮ কিলোমিটার

৫. পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কততম আসর?

ক. সপ্তম

খ. নবম

গ. দশম

ঘ. দ্বাদশ

উত্তর: খ. নবম

৬. আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন সহজ করতে চট্টগ্রাম বন্দরে ‘অনলাইন গেট পাস’ ব্যবস্থা চালু করা হয়—

ক. ৭ ডিসেম্বর, ২০২৪

খ. ৩১ জানুয়ারি, ২০২৫

গ. ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ঘ. ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

উত্তর: গ. ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

৭. বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উত্তর: গ. ৪টি

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর কোন পরীক্ষা কবে২ ঘণ্টা আগে

৮. আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত প্রতিষ্ঠান—

ক. বাংলাদেশ দূতাবাস, প্যারিস

খ. ইউনেসকো

গ. বাংলাদেশ শিল্পকলা একাডেমি

ঘ. ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন

উত্তর: ক. বাংলাদেশ দূতাবাস, প্যারিস

৯. দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের কার্যক্রম প্রথম শুরু হয়েছে কোন দেশে?

ক. নেপাল

খ. ভুটান

গ. ভারত

ঘ. শ্রীলঙ্কা

উত্তর: খ. ভুটান

১০. বিশ্বে প্রথম ‘স্কিন ব্যাংক’ প্রতিষ্ঠা হয় কোন দেশে?

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. জার্মানি

ঘ. অস্ট্রেলিয়া

উত্তর: ক. যুক্তরাষ্ট্র

১১. বাংলাদেশের প্রথম ‘স্কিন ব্যাংক’ চালু হয়েছে কোন হাসপাতালে?

ক. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

খ. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

গ. ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি

ঘ. বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল

উত্তর: গ. ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (১৬ ফেব্রুয়ারি, ২০২৫)

১২. ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সনদে স্বাক্ষরকারী দেশের সংখ্যা—

ক. ৫৫

খ. ৬০

গ. ৬৬

ঘ. ৭০

উত্তর: খ. ৬০

আরও পড়ুনশক্তিশালী পাসপোর্টে বাংলাদেশ, নতুন স্থলবন্দর, সেরা বিমানবন্দর, দুর্নীতিগ্রস্ত দেশে বাংলাদেশ কত—জানুন১৩ ফেব্রুয়ারি ২০২৫

১৩. NATO-র বর্তমান সদস্যদেশের সংখ্যা—

ক. ২৭

খ. ২৮

গ. ৩০

ঘ. ৩২

উত্তর: ঘ. ৩২; (সর্বশেষ সদস্য-সুইডেন)

১৪. ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র ‘অপস অ্যালার্ট’ মহড়ার সময়কাল—

ক. ২৩-৩১ জানুয়ারি, ২০২৫

খ. ১৫-২৫ জানুয়ারি, ২০২৫

গ. ১-৭ ফেব্রুয়ারি, ২০২৫

ঘ. ১১-১৬ ফেব্রুয়ারি, ২০২৫

উত্তর: ক. ২৩-৩১ জানুয়ারি, ২০২৫; (২৬ জানুয়ারি ভারতের ‘প্রজাতন্ত্র দিবস’ উপলক্ষে)

১৫. তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা সংঘটিত হয়—

ক. ১৯৮৯ সালে

খ. ১৯৮৬ সালে

গ. ১৯৯১ সালে

ঘ. ১৯৮৫ সালে

উত্তর: ক. ১৯৮৯ সালে

১৬. যুক্তরাষ্ট্রে জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে

ক. মিমিড

খ. আমেরিকান রবিন

গ. ডোভ

ঘ. ব্যাল্ড ইগল

উত্তর: ঘ. ব্যাল্ড ইগল

১৭. তিস্তা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

ক. লালমনিরহাট

খ. কুড়িগ্রাম

গ. নীলফামারী

ঘ. গাইবান্ধা

উত্তর: গ. নীলফামারী

১৮. রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘মিনস্ক চুক্তি’ স্বাক্ষরিত হয়—

ক. ২০১২ সালে

খ. ২০১৪ সালে

গ. ২০১৬ সালে

ঘ. ২০১৭ সালে

উত্তর: খ. ২০১৪ সালে

১৯. ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট—

ক. উরসুলা ভন ডার লেন

খ. অ্যাঞ্জেলা মার্কেল

গ. রবার্টা মেটসোলা

ঘ. জর্জিয়া মেলোনি

উত্তর: ক. উরসুলা ভন ডার লেন

২০. MPO-এর পূর্ণরূপ—

ক. Mandatory Pay Order

খ. Must Payment Obligation

গ. Monthly Pay Order

ঘ. Monetary Payment Order

উত্তর: গ. Monthly Pay Order

সম্পর্কিত নিবন্ধ

  • সীমান্ত সম্মেলনে যেসব সিদ্ধান্ত হলো
  • সীমান্তে স্থাপনা-বেড়া নির্মাণে যৌথ পরিদর্শন-দলিলের সিদ্ধান্ত
  • সীমান্তে মৃত্যু শূন্যে নামিয়ে আনতে বিএসএফকে বিজিবি মহাপরিচালকের আহ্বান
  • ভাষা শহীদদের প্রতি বিজিবির শ্রদ্ধা নিবেদন
  • সীমান্ত সহযোগিতার নতুন অঙ্গীকার বিজিবি–বিএসএফের
  • গজলডোবা, অনলাইন গেট পাস, স্টারলিংক, এআই সনদ, বিএসএফের অপস অ্যালার্ট কী—জানুন
  • পিটিয়ে হত্যার ১১ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ