মাল্টিস্টোরি
কিশোর উপন্যাস। লেখক: আনোয়ারা সৈয়দ হক। ছবি : দেওয়ান আতিকুর রহমান।
দাম: ১৮০ টাকা।
প্রকাশক: কাকাতুয়া।
ফটাস
গল্পের বই। লেখক: দন্ত্যস রওশন। ছবি: সব্যসাচী মিস্ত্রী। দাম: ১২০ টাকা। প্রকাশক: পাঞ্জেরী।
ছড়াগাছে ফুল ফুটেছে
ছড়ার বই।
লেখক: সারওয়ার-উল-ইসলাম।
ছবি: লুৎফি রুনা।
দাম: ৪০০ টাকা। প্রকাশক: অনুপ্রাণন।
পাখির বুদ্ধি
গল্পের বই। লেখক: দীপু মাহমুদ। ছবি: হৃদিতা আনিশা। দাম ১৮০ টাকা। প্রকাশক: জিনিয়াস।
হই হই হাসির গল্প
রম্য গল্পের বই। লেখক: তাপস রায়। ছবি: মোস্তাফিজ কারিগর। দাম : ৩০০ টাকা।
প্রকাশক : কথাপ্রকাশ।
বাঘের বোকামি
কিশোর উপন্যাস। লেখক: জব্বার আল নাঈম। ছবি: রজত।
দাম: ২০০ টাকা। প্রকাশক: ছোটদের সময়।
ঝিলিমিলি
জঙ্গলের বাঘ
গল্পের বই। লেখক: আশিক মুস্তাফা। ছবি: ধ্রুব এষ ও তন্ময় শেখ। দাম: ২৫০ টাকা। প্রকাশক: জিনিয়াস।
ছোট্ট পাখির গান
স্মৃতিকথার বই।
লেখক: সানজিদা আয়েশা। ছবি: দেওয়ান আতিকুর রহমান।
দাম: ২৭০ টাকা। প্রকাশক: কাকাতুয়া।
কমান্ডার পুলু
কিশোর উপন্যাস। লেখক: গাজী তানভীর আহমদ। ছবি: মোস্তাফিজ কারিগর। দাম: ৩৫০ টাকা। প্রকাশক: আদিল।
বাঘের গায়ে
হরিণ ট্যাটু
ছড়ার বই। লেখক: শাহরিয়ার শাহাদাত।
ছবি: নাজমুল আলম মাসুম। দাম: ২০০ টাকা। প্রকাশক: ছোটদের সময়।
অবাক প্রশ্ন
মজার বিজ্ঞান
বিজ্ঞানের বই।
লেখক: মাহির জামিল।
ছবি: দেওয়ান আতিকুর রহমান। দাম: ২০০ টাকা। প্রকাশক: কাকাতুয়া। n
উৎস: Samakal
কীওয়ার্ড: বইম ল
এছাড়াও পড়ুন:
ঈদে ভার্সেটাইল মিডিয়ার তারকাবহুল আয়োজন
ঈদের আনন্দকে আরও বেশি রঙিন করতে ভার্সেটাইল মিডিয়া নিয়ে আসছে তারকাবহুল তিন নাটক। যে নাটকগুলোতে থাকছেন এই সময়ের সেরা নাট্যকার, নির্মাতা ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণ। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, অর্চিতা স্পর্শিয়া, নিলয় আলমগীর, হিমি, আরশ খান ও তাসনুভা তিশা।
তিনটি বৈচিত্র্যময় গল্পের এই নাটকের একটি ‘প্রতিদান’। ফেরারি ফরহাদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাহ মুহাম্মদ রাকিব। প্রবাসী এক তরুণের দেশে ফেরার পর তার অর্থ ও সম্পর্কের ক্রাইসিস নিয়ে এগিয়েছে এর গল্প। যে গল্পে প্রবাসী তরুণের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান। তার বিপরীতে আছেন অর্চিতা স্পর্শিয়া। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শিল্পী সরকার অপু, হিমে হাফিজ ও নিকোল কুমার মণ্ডলসহ অনেকেই।
নাটকে এই সময়ের অন্যতম আলোচিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই জুটিকে নিয়ে ভার্সেটাইল মিডিয়ার নিয়ে আসছে নাটক ‘সামার ভ্যাকেশন’। নাটকটি মূলত কিছুটা কমিডি ঘরানার। কিন্তু তাতে নেই কোনো ভাড়ামি। শহরে বড়লোক বাবার উড়ণচণ্ডি এক জীবনকে উপভোগ করতে গ্রামে যান। এর ঘটে নানা ঘটনা। মূলত নাটকটির গল্পে অজপাড়া গায়ে সুন্দর একটি গল্প চিত্রায়িত হয়েছে এতে। নির্মাতা মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে নিলয়-হিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা রনি,জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ অনেকেই।
তরুণ অভিনেতা আরশ খানের সঙ্গে তাসনুভা তিশাকে জুটি করে নির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘পাপজন্ম’। নির্মাতার ভাষ্যে, একটি চমকপ্রদ গল্প, দুর্দান্ত অভিনয় আর অসাধারণ নির্মাণশৈলী দেখা যাবে নাটকটিতে। এতে বিভিন্ন চরিত্রে আরশ-তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু,রকি খান, শম্মা নিজাম, শাখাওয়াত শোভন,মনোজ রয়সহ অনেকেই।
চাঁদরাত থেকে নাটকগুলো ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।