মাল্টিস্টোরি
কিশোর উপন্যাস। লেখক: আনোয়ারা সৈয়দ হক। ছবি : দেওয়ান আতিকুর রহমান।
দাম: ১৮০ টাকা।
প্রকাশক: কাকাতুয়া।
ফটাস
গল্পের বই। লেখক: দন্ত্যস রওশন। ছবি: সব্যসাচী মিস্ত্রী। দাম: ১২০ টাকা। প্রকাশক: পাঞ্জেরী।
ছড়াগাছে ফুল ফুটেছে
ছড়ার বই।
লেখক: সারওয়ার-উল-ইসলাম।
ছবি: লুৎফি রুনা।
দাম: ৪০০ টাকা। প্রকাশক: অনুপ্রাণন।
পাখির বুদ্ধি
গল্পের বই। লেখক: দীপু মাহমুদ। ছবি: হৃদিতা আনিশা। দাম ১৮০ টাকা। প্রকাশক: জিনিয়াস।
হই হই হাসির গল্প
রম্য গল্পের বই। লেখক: তাপস রায়। ছবি: মোস্তাফিজ কারিগর। দাম : ৩০০ টাকা।
প্রকাশক : কথাপ্রকাশ।
বাঘের বোকামি
কিশোর উপন্যাস। লেখক: জব্বার আল নাঈম। ছবি: রজত।
দাম: ২০০ টাকা। প্রকাশক: ছোটদের সময়।
ঝিলিমিলি
জঙ্গলের বাঘ
গল্পের বই। লেখক: আশিক মুস্তাফা। ছবি: ধ্রুব এষ ও তন্ময় শেখ। দাম: ২৫০ টাকা। প্রকাশক: জিনিয়াস।
ছোট্ট পাখির গান
স্মৃতিকথার বই।
লেখক: সানজিদা আয়েশা। ছবি: দেওয়ান আতিকুর রহমান।
দাম: ২৭০ টাকা। প্রকাশক: কাকাতুয়া।
কমান্ডার পুলু
কিশোর উপন্যাস। লেখক: গাজী তানভীর আহমদ। ছবি: মোস্তাফিজ কারিগর। দাম: ৩৫০ টাকা। প্রকাশক: আদিল।
বাঘের গায়ে
হরিণ ট্যাটু
ছড়ার বই। লেখক: শাহরিয়ার শাহাদাত।
ছবি: নাজমুল আলম মাসুম। দাম: ২০০ টাকা। প্রকাশক: ছোটদের সময়।
অবাক প্রশ্ন
মজার বিজ্ঞান
বিজ্ঞানের বই।
লেখক: মাহির জামিল।
ছবি: দেওয়ান আতিকুর রহমান। দাম: ২০০ টাকা। প্রকাশক: কাকাতুয়া। n
উৎস: Samakal
কীওয়ার্ড: বইম ল
এছাড়াও পড়ুন:
বিএনপির রাজনীতির মূললক্ষ্য জনগণ ও দেশ: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূললক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপিই একমাত্র দল যেটি নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
তিনি বলেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি অন্যায়ের সঙ্গে আপস করে না।
বিএইচ