দেশ-মাটি-মানুষের শিল্পী ফকির আলমগীর। ‘গণ’ শব্দটির সঙ্গে ফকির আলমগীরের নাম যুগলবন্দি হয়ে আছে। দেশমাতৃকার জন্য নিবেদিত এ সংগ্রামী শিল্পীর ৭১ বছরের বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবনের পরিসমাপ্তি ঘটেছিল ২৩ জুলাই ২০২১ সালে। এই খ্যাতিমান শিল্পীর দীর্ঘ জীবন খুব মসৃণ ছিল না।
ভাষা আন্দোলনের রক্তাক্ত দিনটিই ফকির আলমগীরের জন্মতারিখ। ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি তিনি বৃহত্তর ফরিদপুর জেলার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। ঐতিহ্যবাহী কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন।
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে আসাদের মিছিলের সহযোদ্ধা ছিলেন ফকির আলমগীর। দেশাত্মবোধের চেতনায় উজ্জীবিত হয়ে তিনি ৭১-এ মুক্তিযুদ্ধে যোগ দেন। পরবর্তী সময়ে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেই ভয়াবহ দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে সোচ্চার ছিল তাঁর বিপ্লবী দরাজ কণ্ঠ।
আত্মপ্রত্যয়ে অবিচল থেকেছেন এই সংগ্রামী শিল্পী। একজন সমাজ ও রাজনীতি সচেতন এ শিল্পী পৃথিবীর সব বিপ্লবী নেতার প্রতিই অকুণ্ঠ শ্রদ্ধা পোষণ করতেন। দরিদ্র, শ্রমজীবী মানুষের কথা, তাদের দুঃখ-কষ্ট-যাতনা তাঁর দরাজ কণ্ঠে প্রকাশ পেত। তিনি সংস্কৃতিকে ড্রয়িংরুম থেকে নিয়ে গিয়েছিলেন রাজপথে।
ফকির আলমগীর শুধু গণসংগীত শিল্পী নন; রাজনৈতিক অঙ্গীকারকে তিনি আদর্শিকভাবে গণসংগীতে সমন্বয় করেছেন। তাঁর কণ্ঠ রাজপথ ও বাংলার জনপদে দিন বদলের কথাই বলেছে।
ম্যান্ডেলা, পিটসিগার, বেঞ্জামিন মলয়েস্বি, ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা, বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর বিপ্লবী কণ্ঠস্বর মহাসমুদ্রের কলতানে কল্লোল সৃষ্টি করেছে।
নিজাম উল হক, আবদুল লতিফ, কামাল লোহানী, সাধন ঘোষ, সাধন রায়, আবু বকর সিদ্দিক, আলতাফ মাহমুদ, সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা, হেমাঙ্গ বিশ্বাসের মতো ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে গণসংগীতে নিবেদিত শিল্পীতে পরিণত হয়েছিলেন তিনি।
ফকির আলমগীর লোকজ ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে লিখেছেন অনেক বই। তাঁর আত্মজীবনী ‘আমার কথা’। জীবদ্দশায় তাঁর শেষ বই ছিল পবিত্র হজব্রত নিয়ে লেখা ‘ইহরাম থেকে আরাফাত’। অনেক পাণ্ডুলিপি রয়ে গেছে অপ্রকাশিত। তাঁর মৃত্যুর পর সংগ্রাম ও লাল-সবুজের পতাকা, সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ, দেশান্তর, মায়ের মুখ বইগুলো আমি উদ্যোগ নিয়ে প্রকাশ করেছি।
ফকির আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স সম্পন্ন করেন। ৩০ বছর চাকরি করেছেন। ২০০৭ সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের গণযোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে ২০০৭ সালে অবসরে যান।
জীবনে অনেক পুরস্কার ও পদক লাভ করেছেন তিনি। একুশে পদক, বাংলা একাডেমি ফেলো, সিকোয়েন্স অ্যাওয়ার্ড অব অনার, তর্কবাগীশ স্বর্ণপদক, জসীম উদ্দীন স্বর্ণপদক, ভাসানী পদক, ২০১৫ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা ব্যানার্জি কর্তৃক সংগীতে মহাসম্মাননা পেয়েছেন।
দেশের দুঃসময়ে, সুসময়ে ফকির আলমগীরের কণ্ঠের গান কখনও থেমে থাকেনি। তিনি দেশ-মাটি-মায়ের সঙ্গে ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়েছিলেন। বিদেশের মোহ কোনোদিন তাঁকে আচ্ছন্ন করতে পারেনি। স্বদেশের প্রতি এ রকম দায়বদ্ধতা তাঁকে জনগণের প্রাণের কাছাকাছি এনে দিয়েছিল। দেশ-জননীর তিনি আদরের সন্তান।
গান শুধু গানের জন্য নয়; গান জীবনের জন্য। প্রান্তিক মানুষের জীবনের আনন্দ-বেদনা, জীবনে বেঁচে থাকার নানা অনুষঙ্গ তাঁর গানে উঠে এসেছে জীবন্ত হয়ে।
ফকির আলমগীর বেঁচে থাকবেন তাঁর লেখা বই, গান ও গণমানুষের পক্ষে লড়াইয়ের জন্য। এই মহৎ শিল্পীর চিরবিদায়ের তৃতীয় বছর অতিক্রান্ত। দেশের মানুষের কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি। আজ জন্মদিনে ফকির আলমগীরকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি।
সুরাইয়া আলমগীর: প্রয়াত শিল্পী ফকির আলমগীরের সহধর্মিণী এবং ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত, চ্যান্সেলর স্বর্ণপদক পেলেন ৩ শিক্ষার্থী
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)–এর ২৩তম সমাবর্তন আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সম্মতিক্রমে বিশিষ্ট বিজ্ঞানী আবেদ চৌধুরী সমাবর্তনে সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম ও সহ–উপাচার্য মো. আবদুর রহমান। এআইইউবির ২৩তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ১ হাজার ৭৬৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এবারের সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফলের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন ৩ জন, সুম্মা কাম লাউড পেয়েছেন ৪৩ জন, ম্যাগনা কাম লাউড পেয়েছেন ৭৪ জন, কাম লাউড পেয়েছেন ২৬ জন, ডা. আনোয়ারুল আবেদীন লিডারশিপ পদক পেয়েছেন ১৯ জন এবং ভাইস–চ্যান্সেলর পদক পেয়েছেন ২১ জন।
সমাবর্তনের প্রধান অতিথি আবেদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ ও বিশ্ব বর্তমানে এক বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংকট হলো ঝুঁকি ও সম্ভাবনার সমন্বয়। স্থানীয় ও বৈশ্বিকভাবে ঝুঁকি পরিমাপ ও সম্ভাবনা বিবেচনায় দেখা যায়, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাই সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, ‘উপস্থিত শিক্ষার্থীদের মধ্যেই সেই শিক্ষা প্রতিফলিত হয়। সংকট শনাক্ত ও অতিক্রম করার সক্ষমতা রয়েছে তাঁদের এবং সংকটের বাইরে এগিয়ে যাওয়ার সামর্থ্যই দেশের ভবিষ্যৎ। ভবিষ্যৎ আপনারাই।’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এ মুহূর্তটি কেবল একটি সমাবর্তন নয়; এটি আপনার বহু বছরের পরিশ্রমের স্বীকৃতি। পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের চাপ, নির্ঘুম রাত, নানা প্রতিকূলতার মধ্যেও অটল থাকা, অভিভাবকদের কষ্টার্জিত টিউশন ফি, আর আপনার নিজের নিষ্ঠা ও ত্যাগ—সবকিছুরই সম্মিলিত স্বীকৃতি এটি।’
আরও পড়ুনএমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর১ ঘণ্টা আগেএআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘যখন আমি আপনাদের দিকে তাকাই, তখন শত শত গল্প ভেসে ওঠে। নীরবে লড়ে যাওয়া সংগ্রামের গল্প, হৃদয়ের গভীরে লালিত স্বপ্নের গল্প। সংশয়ে ভরা অসংখ্য রাত পেরিয়ে নতুন প্রত্যয়ে জেগে ওঠা সকালের গল্প। আপনারা এই মুহূর্তে পৌঁছেছেন কোনো কাকতালীয়তায় নয়; পৌঁছেছেন নিজের শক্তি, আশার আলো ও ভবিষ্যতের প্রতি অটল অঙ্গীকারের পথ ধরে।’ তিনি তাঁর বক্তব্যে অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা—এসব শুধু শব্দ নয়; এগুলো আমাদের অন্তরের গভীর অনুভূতির প্রকাশ। আপনারা নীরবে যে ত্যাগ স্বীকার করেছেন, হয়তো নিজের স্বপ্ন পিছিয়ে দিয়েছেন, হয়তো নিজের ইচ্ছাগুলো সংযত রেখেছেন, সেই ত্যাগই আজকের এই সাফল্যের প্রকৃত ভিত্তি।’
আরও পড়ুনগুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ছবি ও সেলফির ক্ষেত্রে নির্দেশনা২ ঘণ্টা আগেসমাবর্তন বক্তা অধ্যাপক হাবিব ফারদৌন, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, আইআরইজি অবজারভেটরি অন একাডেমিক র্যাঙ্কিং অ্যান্ড এক্সিলেন্স, ব্রাসেলস শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এআইইউবির মূলমন্ত্র “হয়্যার লিডারস আর ক্রিয়েটেড” কেবল একটি বাক্য নয়, এটি শিক্ষার্থীদের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্ব ও সমাজের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। যেকোনো র্যাঙ্কিংয়ের চেয়ে বড় বিষয় হলো বিশ্ব আপনাকে চেনে নেওয়ার আগেই এআইইউবি আপনার সম্ভাবনায় বিশ্বাস করেছে। আপনার সবচেয়ে বড় শক্তি হলো শিখতে থাকা, আবার নতুনভাবে শিখতে পারা—এই চলমান শিক্ষণপ্রক্রিয়ায় একজন কৌতূহলী মানুষ সেখানে সেতু নির্মাণ করেন, যেখানে অন্যরা কেবল দেয়াল দেখতে পান। ভবিষ্যৎ হবে তাঁদেরই, যাঁরা এই সেতুগুলো গড়ে তুলতে সক্ষম।’
এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং বলেন, ‘আপনি এই স্তরে পৌঁছানোর জন্য দীর্ঘ পথ অতিক্রম করেছেন। তবে এখনো আপনাকে আরও অনেক দূর যেতে হবে এবং জীবনে সফল হতে আরও অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে। মনে রাখবেন, এটি কোনো শেষ নয়; বরং সম্ভাবনাময় একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুরু।’
আরও পড়ুনএইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের৫ ঘণ্টা আগেএআইইউবির সহ–উপাচার্য মো. আবদুর রহমান গ্র্যাজুয়েট, অভিভাবক ও সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এআইইউবির পক্ষ থেকে আমরা সব গ্র্যাজুয়েট, অভিভাবক ও অতিথিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’
অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীন উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ–উপাচার্য, আমন্ত্রিত অতিথি, এআইইউবির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
আরও পড়ুনস্কুলে ভর্তির লটারি: নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ৩ ধাপে, যেভাবে হবে৯ ঘণ্টা আগে