তিনি নিজেই নানান কাণ্ড ঘটিয়ে সংবাদের শিরোনাম হন। কখনো কখনো বিতর্কও হয়। গত বছর নিজের মৃত্যুর খবর নিজেই রটিয়েছিলেন। ব্যতিক্রম পোশাকের  কারণে বেশ কয়েকবার আলোচনায় আসেন পুনম পান্ডে । তবে এবার ঘটল অন্য রকম অঘটন। এবার অন্যের কারণে শিরোনামে তিনি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, এক ভক্ত সেলফি তুলতে এসে যৌন হয়রানি করেছেন এই বলিউড তারকাকে। ঘটনার আংশিক দৃশ্যসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যেখানে দেখা যাচ্ছে, একটা লাল রঙের গাউন পরে ফুটপাতে দাঁড়িয়ে আছেন পুনম। তিনি যখন পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছিলেন তখন পেছন দিয়ে এক ব্যক্তি এসে বলেন যে তিনি ছবি তুলতে চান। কিন্তু তারপরই দেখা যায় পুনমকে জাপটে ধরেন তিনি। এ পর্যায়ে তাঁকে চুমু খাওয়ারও চেষ্টা করেন। আকস্মিক ঘটনায় চমকে ওঠেন তারকা, সরিয়ে নেন নিজেকে।  
ভিডিওতে অবশ্য নানা রকম মন্তব্য আসছে। অনেকের মতে, পুরো ঘটনা বানানো। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘কী অভিনয় করছেন। দারুণ দারুণ।’ আরেকজন লিখেছেন, ‘পুরোটাই বানানো। সেটা দেখেও লোকজন রে রে করছে। কী অবস্থা!’ কেউ আবার লোকটিকে উদিত নারায়ণের সঙ্গে তুলনা করেছেন চুমু খেতে যাওয়ার জন্য। আরেকজন লিখেছেন, ‘ভীষণই নিম্নমানের চিত্রনাট্য আর অভিনয়। আরও উন্নতি করতে হবে।’

গত বছর ফেব্রুয়ারি মাসে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে সংবাদের শিরোনাম হন পুনম। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে বলা হয়, ক্যানসারে প্রাণ হারিয়েছেন বিটাউনের এই অভিনেত্রী। এরপর তাঁর ম্যানেজারের বরাতে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যমে পুনমের মৃত্যুর খবর আসে। পরে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তা দিয়ে পুনম জানিয়েছেন, তিনি বেঁচে আছেন। মূলত জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতেই মৃত্যুর খবরটি ছড়িয়েছেন।
২০১৩ সালে ‘নাশা’ সিনেমা দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন পুনম পান্ডে। টেন্ডুলকার-ধোনিরা বিশ্বকাপ জিতলে নিজের ওই অবস্থান থেকে সরে আসেন পুনম।

এরপর নিজের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করে এবং ‘নাশা’ ছবিতে খোলামেলা অভিনয়ের জন্য আলোচনায় আসেন এই অভিনেত্রী। খোলামেলা পোশাকের কারণে বারবার তাঁকে ঘিরে বিতর্কের ঝড় উঠত। তবে এসব কোনো কিছুকেই পাত্তা দিতেন না তিনি। ২০১৪ সালে গভীর রাতে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ গ্রেপ্তার ২

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত মহিলা পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার নূর হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওন (৩০) ও বন্দর উপজেলার কুশিয়ারা টিনের মসজিদ এলাকার গোলজার হোসেন মিয়ার স্ত্রী জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজমা বেগম (৪৫)। 
 

সম্পর্কিত নিবন্ধ