সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাড. একেএম আনোয়ারুল ইসলাম চান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ সায় দিচ্ছে। অথচ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কালক্ষেপণ করছে। আমরা সরকারের কাছে অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন দলটির জেনারেল সেক্রেটারি মোহা.

নিজামুল হক নাঈম।

আনোয়ারুল ইসলাম বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগের পর পূর্ব পাকিস্তানে যে ইনসাফ সাম্য ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিলো তার কোনটাই হয়নি উল্টো আমাদের ভাষাকেও কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানি গোষ্ঠী। তাদের এ অপতৎপরতার বিরুদ্ধে আমাদের ছাত্রসমাজ বুকের রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষা রক্ষা করেছে। আজকের আলোচনা সভা থেকে আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

চেয়ারম্যান বলেন, নির্যাতন নিপীড়ন অত্যাচার মানুষের অধিকার হরণ এবং অন্য দেশের কাছে একটা স্বাধীন দেশকে কিভাবে বিলিয়ে দেওয়া যায় তার মডেল হলো গত ১৬ বছরের শাসন। আমাদের প্রযুক্তি-সংস্কৃতি-রাজনীতি-ভোটাধিকারসহ মৌলিক মানবিক সকল অধিকার একটি ডামি সরকার দিয়ে প্রতিবেশি দেশ হরণ করেছে। আমরা তাদের কাছে পরাধীন ছিলাম। অবশেষে ২৪ এর জুলাইয়ে ছাত্র-যুবক এবং আপামর জনসাধারণের আন্দোলনে আমাদের মুক্তি মিলেছে।

তিনি বলেন, ২ হাজার ছাত্র জনতা জীবন দিয়ে আমাদের যে শিক্ষা দিয়ে গেছে প্রচলিত কিছু রাজনৈতিক দলের চোখে সে শিক্ষাটা পরেনি। তারা ক্ষমতা পাওয়ার জন্য উদগ্রীব হয়ে ২৪ আগের মনমানসিকতা নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন। তাদের উচিত ২৪ এর চেতনা ধারণ করে রাজনীতি করা।

জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম বলেন, বাংলাদেশের একটি দুর্ভাগ্য হচ্ছে কোন অধিকারই আন্দোলন সংগ্রাম জীবন দেওয়া ছাড়া অর্জন করা সম্ভব হয়নি। প্রতিটি অধিকার আমাদেরকে অর্জন করতে হয়েছে অনেক জীবনের বিনিময়ে। এ অধিকারকে কেন্দ্র করে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে তাতে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু এ ঐক্যবদ্ধতা বেশিদিন টেকেনি। যার জন্য বাংলাদেশের আজকে এ দুর্গতি। ঐক্য স্থায়ী না হওয়ার ফলে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির বাউন্ডারির মধ্যেই আমরা অবস্থান করছি।

তিনি বলেন, সর্বশেষ ১৭ বছরের ফ্যাসিবাদের বিদায়ের জন্য ছাত্রদের নেতৃত্বে সারা বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমরা আশা করেছিলাম একটি টেকসই ঐক্য হবে ২০২৪ সালের এ ঐক্যটি। কিন্তু মাত্র ছয় মাস না যেতেই আমরা দেখলাম সে ঐক্যেও ফাটল ধরেছে। ইতোমধ্যে অস্ত্রের ঝনঝনানি, দলীয় গ্রুপিং নিজ দলের ব্যক্তি এবং গ্রুপের স্বার্থে দেশকে ব্যবহার করার যে দীর্ঘদিনের চরিত্র তা আবার মাথাচারা দিয়ে উঠেছে। এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য আবুল হাসান, ইঞ্জিনিয়ার শহিদুল আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন এবং দক্ষিণের সভাপতি মনির উদ্দিন মণি।

এএ

উৎস: SunBD 24

কীওয়ার্ড: আম দ র র জন ত র জন য আওয় ম

এছাড়াও পড়ুন:

নিজের সেরা ভার্সন হতে প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শ জেনে নিন

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ‘মোটিভেশনাল স্পিকার’ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। জীবন সম্পর্কে তার রয়েছে নিজস্ব দর্শন। এই অভিনেত্রী একটি সেমিনারে নিজের সেরা ভার্সন হওয়ার ১২টি উপায় জানিয়ে দিয়েছেন। আপনিও জেনে নিতে পারেন।

১.  নিজেকে জানুন।
২. ভয় দূর করুন।
৩. কখনও মনে করবেন না যে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন। নতুন সুযোগ খুঁজতে থাকুন।
৪. স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ হোন।
৫. আপোষ করবেন না। স্বপ্ন থামিয়ে দেবেন না।
৬.  বার বার ব্যর্থ হওয়ার পরে ফিনিক্স পাখির মতো সামনে তাকান।
৭.  সাহসী হোন এবং ঝুঁকি গ্রহণ করুন।
৮. এমন মানুষদের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে পেছনে টেনে ধরবে না।
৯. সবাইকে সময় দেবেন না।
১০. হাসিখুশি থাকুন।
১১. যারা আপনাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে আপনিও তাদেরকে সাধ্যমত ফিরিয়ে দিন।
১২. যেখান থেকে আপনা যাত্রা শুরু করেছেন অর্থাৎ অতীত ভুলে যাবেন না।

আরো পড়ুন:

ঠোঁটে কালো দাগ হওয়ার কারণ ও প্রতিকার

মন ভালো করার জাপানি উপায় ‘রুইকাতসু’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ