মহান একুশ ও রক্তিম চব্বিশ যুগে যুগে মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা: এবি পার্টির চেয়ারম্যান
Published: 21st, February 2025 GMT
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) বলেছেন, মহান একুশ ও রক্তিম চব্বিশ যুগে যুগে মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে দলটির নেতা-কর্মীরা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
মজিবুর রহমান বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের করুণ সুর আমরা আমাদের হৃদয়ে ধারণ করে চলেছি যুগের পর যুগ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এ দেশের ছাত্র-তরুণেরা। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান যেন তারই ধারাবাহিক অধিকার রক্ষার বিজয়ী মিছিলের অন্তিম ভাগ।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, অহিউল্লাহদের আত্মত্যাগের পথ ধরে আবু সাঈদ ও মুগ্ধরা ইতিহাসের অনন্য উদাহরণ তৈরি করে জানান দিয়েছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার জীবনযুদ্ধ আমরা চালিয়ে যাব।’
এ সময় এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল আলম, হেলাল উদ্দিন, বি এম নাজমুল হক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এ বি এম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান, ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স হোসনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
একুশের প্রথম প্রহরে এবি যুব পার্টি ও বাংলাদেশ ছাত্রপক্ষের নেতারাও শহীদদের স্মরণে পৃথকভাবে শ্রদ্ধা অর্পণ করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ- ১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।
৫ আগস্ট গণআন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রেজাউল মাকসুদ জাহেদীকে যুগ্ম-সচিব থেকে পদোন্নতি দিয়ে সরকারের অতিরিক্ত সচিব করা হয়। এরপর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিসিএস ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।