বঙ্গভবনের সামনের সড়কে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু
Published: 21st, February 2025 GMT
রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গভবনের সামনের সড়কে আজ শুক্রবার বিকেলে বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম রাজিব হাওলাদার (৩৫)।
সোহেল রানা নামের এক পথচারী আহত রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি প্রথম আলোকে বলেন, বিকেলে বঙ্গভবনের সামনে বিকল্প পরিবহনের একটি বাস পেছন থেকে ব্যাটারিচালিত রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক রাজিব রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
সোহেল রানার ভাষ্যমতে, ওই রিকশায় একটি শিশুসহ চারজন যাত্রী ছিল। তাদের কিছুই হয়নি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তাঁরা রিকশা থেকে নেমে যান এবং রিকশাটিরও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু রাজিব রাস্তায় পড়ে ছিলেন।
পরে রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সোহেল রানা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.
সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান রাজিবের বাবা রিপন হাওলাদার। তিনি বলেন, ‘খবর পাই ছেলে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। কিন্তু হাসপাতালে এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পাই।’
রাজিব মা-বাবার সঙ্গে রাজধানীর সবুজবাগ মাদারটেক সরকার পাড়ায় থাকতেন। তাঁর বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার দুলগ্রামে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্বাধীনতা দিবসে বন্ধ ঢাকার যেসব সড়ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ (২৬ মার্চ)। দিবসটি উপলক্ষে বঙ্গভবনের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহনগুলো সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশের ট্রাফিক বিভাগ।
বঙ্গভবনে অতিথিদের যানবাহনগুলো সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত অন্যান্য গাড়ি চালকদের জন্য বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্ন নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে।
১। সার্জেন্ট আহাদ পুলিশ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত (টয়েনবী সার্কুলার রোডে) সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
২। অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত (ডিআইটি রোডে) সব প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।
৩। পার্ক রোডের উত্তর প্রান্ত থেকে ইত্তেফাক মোড় (টয়েনবী সার্কুলার রোড) অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।
৪। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেস ক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনও সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করবে।
৫। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না। উল্লেখ্য, উল্লিখিত নির্দেশনা বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ওইসব সড়ক পরিহার করে অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়িচালকদের অনুরোধ করা হয়। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
ঢাকা/এএএম/ইভা