রাজধানীর উত্তরায় ভাড়া বাসায় চীনের নাগরিক ওয়াং বু (৩৭) হত্যার ঘটনায় দু’জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রাজধানী থেকে তাদের হেফাজতে নিয়ে গতকাল শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।

গত বুধবার উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে বাসায় ওয়াং বু হত্যার শিকার হন। বৃহস্পতিবার ওই বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চীনের দুই নাগরিক মাইক্রোবাসে বাসার সামনে নামেন। কিছুক্ষণ পর তারা বাসা থেকে ওই গাড়িতে করেই বেরিয়ে যান।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলে আসা-যাওয়া করা মাইক্রোবাসের চালক ও সহকারীকে হেফাজতে নিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে– ওই ব্যক্তিকে হত্যার পর তারা দেশে (চীন) ফিরে গেছেন। তবে তারাই যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। ওই ঘটনায় চালক ও সহকারী জড়িত কিনা, তা জানতে তদন্ত চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা জানান, নিহত চীনের নাগরিকের মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রক্রিয়াধীন।

ঢাকার পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, বাসায় ওয়াং বুকে হত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শনিবার (আজ) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ন ন গর ক

এছাড়াও পড়ুন:

দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় দৌলতপুর উপজেলার চরচিলমারীর ডিগ্রিরচার এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজিবি জানায়, বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর এলাকার ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে নিজাম মন্ডলের বাড়িতে বিজিবির সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময়ে ভারতের মুর্শিদাবাদ জেলার নিজাম উদ্দিন মন্ডলের ছেলে জুয়েল মন্ডল (২৫), শাহাদ আলী মন্ডলের ছেলে রাকিবুল মন্ডল (৩৫), কালাচাঁদ মন্ডলের ছেলে বাপন মন্ডলকে (৩২) ৬৯ বোতল ফেনসিডিলসহ আটক করে।

এ ঘটনায় জড়িত বাংলাদেশি নাগরিক নিজাম মন্ডল (৪৫) ও তার সহোদর শরিফ মন্ডল (২৫) পলাতক রয়েছে। এছাড়াও পৃথক আরেক অভিযানে তেঁতুলবাড়ী বিওপি এলাকার হাটপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি গাঁজা এবং চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ আকন্দপাড়া নামক স্থান থেকে ভারতীয় ৪শ’ ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য- ২ লক্ষ ২২ হাজার ১শ’ টাকা। এছাড়াও ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মালিকবিহীন অবস্থায় জব্দ গাঁজা ও ইয়াবা ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদর মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ