বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে শুক্রবার শুরু হলো মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব। দেশব্যাপী প্রযোজনাকেন্দ্রিক নাট্যকর্মশালা থেকে আটটি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নাট্যোৎসব চলবে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। আট দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন শহীদজননী আইনুন নাহার (শহীদ নাঈমা সুলতানার মা)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ মুনীর চৌধুরীর কনিষ্ঠ পুত্র আসিফ মুনীর। সভাপতিত্ব করেন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।
উদ্বোধনী পর্ব শেষে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় রংপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘ছিন্নমুকুট’। সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশ’ অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন মো.

লাহুল মিয়া। রাত আটটায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘পোস্টমর্টেম’ নাটক মঞ্চায়ন হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ফাহিম মালেক।  

শনিবার সন্ধ্যা সাতটায় ‘নোনা কথন’ মঞ্চায়ন করবে যশোর জেলা শিল্পকলা একাডেমি। নাটক রচনা ও নির্দেশনা ছিলেন এস এম লাতিফুল খাবীর। রাত আটটায় ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ মঞ্চায়ন করবে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি। নাটকের নাট্যকার ও নির্দেশনায় থাকবেন ইরা আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ট য ৎসব এক ড ম র শ ল পকল

এছাড়াও পড়ুন:

দুপুরে ৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

এদিন ভোরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত নিবন্ধ