মিঠাপুকুরে শহীদ মিনারের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
Published: 21st, February 2025 GMT
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধার ফুল আনতে পাশের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা আর্জিনা বেগম বাদি হয়ে অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর।
ওসি আবু বক্কর জানান, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে। শুক্রবার সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার জন্য প্রতিবেশী রুহুল আমিনের বাড়িতে ফুল আনতে যায় ওই শিশু। রুহুলের পরিবার ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিলেন না। এসময় রুহুল আমিন তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। গ্রামের মুসল্লিরা নামাজের দাওয়াত দেওয়ার জন্য সেসময় ওই বাড়িতে গেলে শিশুটি ছাড়া পেয়ে পালিয়ে যায়।
ওসি আবু বক্কর সিদ্দীক বলেন, “ছোট শিশু শহীদ মিনারের ফুল দেয়ার উদ্দেশ্যে পাশের বাড়িতে ফুল আনতে গেলে ওই বাড়ির গৃহকর্তা দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিকেলে ধর্ষণের শিকার ওই শিশুকে মহানগর কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।”
ঢাকা/আমিরুল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টসে জিতে ইংল্যান্ডে ব্যাটিংয়ে পাঠালেন স্মিথ
দুপুর ৩টায় (২২ ফেব্রুয়ারি, ২০২৫) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে এই মহারণের আগে চাপে আছে দুই দলই। নিজেদের শেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে এই দুই ক্রিকেট পরাশক্তি।
এদিকে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। করছে। স্মিথের মতে, “উইকেটটি বেশ ভালো মনে হচ্ছে। অনুশীলনের সময় কিছু শিশির পড়েছিল গতরাতে”। স্মিথ নিশ্চিত করেছেন যে ফর্মে থাকা অ্যালেক্স ক্যারি মিডল অর্ডারে খেলছেন।
অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন প্রথমে ব্যাটিংয়ে সমস্যা নেই তার। বাটলার বলেন, “ আমি টসে জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ৫০-৫০ ছিল। আমরা আমাদের খেলোয়াড়দের ওপর খুবই আত্মবিশ্বাসী। মাঠে নামতে উদগ্রীব সবাই।”
ঢাকা/নাভিদ