রূপগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসীর পরিবারের উপর হামলা
Published: 21st, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে আমেরিকা প্রবাসীর পরিবারের লোকজনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
হামলায় প্রবাসীর ছোট ভাই শাহাদাত হোসেন (৩৩) নামে এক যুবককে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করে।
শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের মা গোলেনুর বেগম বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
গোলেনুর বেগম জানান, তার বাড়ি কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদী এলাকায়। পতিত আওয়ামীলীগ সরকারের দোষর একই এলাকার মান্নান, রাসেল, আমিনুল, খোরশেদ, মহসিন, সাত্তার, সবুর, আজিজুল হক, উজ্জল সহ সংঘবদ্ধ চাঁদাবাজদের দল দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
তাদের দাবিকৃত টাকা না পেয়ে প্রায়ই বাড়িতে এসে হুমকী ধামকী দিতো এবং তার পরিবারের লোকজনের উপর হামলা করে। ওই হামলায় গোলেনুর বেগম নিজেও আহত হন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একাধিকবার জিডিও করা হয়েছে।
শুক্রবার সকালে দাবিকৃত চাঁদার ২০ লাখ টাকা না পেয়ে তার ছোট ছেলে শাহাদাত হোসেনকে কাঞ্চন বাজারে একা পেয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনার সঠিক বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঞ্চন বাজারে মুদী দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রিক কেনার সময় পেছন থেকে দুই জন লোক পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শাহাদাতকে গুরুত্বর আহত করে। পরে দোকানের আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ পর ব র
এছাড়াও পড়ুন:
ফাগুনের দুপুরে রাজধানীতে বৃষ্টি
দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শনিবার ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দেয় সংস্থাটি। এদিন সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা ও ধোয়াশাচ্ছন্ন। আকাশের গুমোট ভাব দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করা যাচ্ছিল। ভ্যাপসা গরমে দুপুরে হঠাৎ করেই রাজধানীর যাত্রাবাড়ীতে নামল বৃষ্টি।
দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে ধুলোবালির নগরে প্রশান্তি এনে দিল এই বৃষ্টি।
অপ্রস্তুত কাউকে এসময় দেখা গেছে ছাতা ছাড়া ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে, কাউকে বা বৃষ্টিতে ভিজে বাসে উঠতে। কেউ বা ছাতা হাতে সড়ক পারাপার হচ্ছেন।
এমন বৃষ্টিতে পূর্বপ্রস্তুতি না থাকায় সড়কে থাকা যাত্রী ও পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতেও দেখা গেছে। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি পেতেও দেখা গেছে নগরবাসীকে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজকের বৃষ্টিপাতের পরিমাণ হালনাগাদ হওয়া পরবর্তী তথ্যে জানা যাবে। তবে আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
আগামীকাল রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।