“আওয়ামীলীগ ছাড়া সকলের সাথে ঐক্য গড়তে রাজি খেলাফত মজলিশ”
Published: 21st, February 2025 GMT
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, যে কোন দলের নিজস্ব মতাদর্শ থাকতে পারে। তবে দেশ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের স্বার্থে সবাইকে এক থাকতে হবে।
কারো মধ্যে কোন ধরণের বিভেদ থাকা চলবে না। তাই দেশ ও জাতির বৃহৎ স্বার্থে আমরা ঐক্য চাই। খেলাফত মজলিশ ফ্যাসিবাদী দল আওয়ামীলীগ ব্যতীত অন্য যে কোন রাজনৈতিক দলের সাথে ঐক্য গড়তে রাজি আছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মাওলানা আব্দুল বাছিত আজাদ আরও বলেন, আমরা চাচ্ছি ইসলামের নামে বিভিন্ন সংগঠন আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ঐক্য চাই। যদিও আমাদের মাঝে মতবিরোধ আছে কিন্তু আমাদের কাবা এক কোরআন এক মতানৈক্য থাকলে ব্যক্তিগত সেটা ভুলে যেতে চাই।
আমরা ইসলামী দলগুলো মিলে একটা বাক্স দিতে চাই। দেশের সব ইসলামী দলগুলো একটি প্লাটফর্মে এসে একটি প্রতীক নিয়ে নির্বাচন করলে ভোটাররাও স্বাচ্ছন্দের সাথে ভোট দিতে পারবেন।
এক টেবিলে বসে সমাধানের কথা উল্লেখ করে বাছিত আজাদ বলেন, যেখানে যে ইসলামী দলের অবস্থান ভালো থাকবে যেখানে আমরা অন্য কোনো ইসলামী দল প্রার্থী দিবো না। আমরা সবাই আগে এক টেবিলে বসে এ সমস্যার সমাধান করবো।
এখন পর্যন্ত আমরা কোনো প্রার্থী ঘোষণা করিনি। একসঙ্গে না বসে আমরা কোনো প্রার্থী ঘোষণা করবো না।
কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ ইসল ম
এছাড়াও পড়ুন:
পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছে ইরান: জাতিসংঘ
পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান। যদিও তেহরান কখনোই তাদের অভিযোগ স্বীকার করেনি। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এ ছাড়া ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
গালফ টাইমসের খবরে বলা হয়, বুধবার ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, এ বিষয়টি ধাঁধার মতো। তাদের কাছে খণ্ড খণ্ড (পারমাণবিক) শক্তি আছে, একদিন তারা এগুলো একত্রিত করতে পারবে। ইরানের ওই পর্যায়ে পৌঁছাতে এখনও বহু পথ বাকি থাকলেও সময়টা খুব বেশি দূরে নয়, যা আমাদের স্বীকার করতেই হবে।
ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি যাচাই করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু এটা বললেই হবে না যে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই, যার ভিত্তিতে তারা আপনাকে বিশ্বাস করবে। এ ক্ষেত্রে বিষয়টি আমাদের যাচাই করতে দিতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার চেষ্টা করছেন। মার্কিন প্রশাসনসহ অন্যদের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
রয়টার্স জানায়, ইরানের তেল রপ্তানিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি চীনা ‘টিপট’ তেল পরিশোধনাগারও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর চাপ বাড়াতে আবারও তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি চালু করেছে।