ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে দিনের বেলায় স্ত্রীর সামনে পিটিয়ে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে (৫০) হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বেশ কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন নিহতের স্ত্রী ইয়াসমীন।

আজ শুক্রবার দুপুরে কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসিরনগর আবাসিক প্রকল্পের একটি ফাঁকা অংশে এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে একই প্রকল্পের ভেতরের একটি পুকুর থেকে বাবুলের বাবা ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করেছিল ধামরাই থানা-পুলিশ।

নিহতের স্ত্রী ইয়াসমীন বলেন, ‘আমার চোখের সামনে ওরা আমার জামাইরে (বাবুল) মারছে। চকের ভেতর (বিস্তীর্ণ ফসলি জমি) আমার জামাই (বাবুল) হোন্ডা দিয়া সরিষার মলন (মাড়াই) ‍দিছে। চকের ভেতরে ৫-৬ জন টেঁটা, হাতুড়ি, লোহার পাইপ নিয়া গেছে। সবাই আমাদের পাড়ার লোক। আমার জামাই (বাবুল) তাগো জিগায়, “ও মামু কী হইছে?” কিছু না বইলা তারা একটু দূর দিয়া গিয়া ঘেরাও কইরা দুইটা চোখ তুইলা ফালাইছে, হাত-পা ভাইঙ্গা মাইরা ফালাইছে।’

ইয়াসমীন আরও বলেন, ‘যারা মারছে তাদের একজনের নাম আপসান, মনির, আরশাদ, আরশাদের ছেলেসহ আরও দুইজন ছিল। গ্রামের আকসিরনগর হাউজিংয়ের সাথে এলাকাবাসীর ঝগড়া ছিল। ওই সময় সে (বাবুল) ওই ঝামেলায় জড়িয়ে পড়ছিল। এখন কোনো জায়গায় তারে যাইতে দেই না। কোনো ঝামেলাও সে যাইতো না।’

নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ জুমার নামাজের সময় আকসিরনগর আবাসিক প্রকল্পের ভেতর শর্ষে মাড়াইয়ের কাজ করছিলেন বাবুল হোসেন। পরে সেখানে স্থানীয় পাঁচ-ছয়জন টেঁটা, হাতুড়ি, লোহার পাইপসহ দেশি অস্ত্র নিয়ে উপস্থিত হন। একপর্যায়ে বাবুলকে মারধর করেন তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত বাবুলের স্ত্রী ইয়াসমীন মারধরকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। মারধর শেষে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাবুলকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন জানান, আকসিরনগর আবাসিক প্রকল্পের শুরুর দিকে জমি ক্রয়, মাটি ভরাটসহ নানা কাজে মালিকপক্ষের হয়ে কাজ করতেন কুল্লা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য বাবুল হোসেন। পরে স্থানীয় লোকজনের সঙ্গে জমির মালিকানা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে আবাসন প্রকল্পটির মালিকপক্ষ। একপর্যায়ে স্থানীয় লোকজনের পক্ষে কাজ করেন বাবুল। সম্প্রতি তিনি আবার আবাসন প্রকল্পের মালিকপক্ষের সঙ্গে কাজ শুরু করেন। এতে স্থানীয় কয়েকজন বাবুলের ওপর ক্ষুব্ধ ছিলেন।

বাবুল হোসেনের ভাইয়ের স্ত্রী মুক্তা বলেন, ‘আজকে বাবুলকে মাইরা ফেলছে। এর আগে তার বাপেরেও মাইরা পুকুরে ফালাইয়া রাখছিলো। কী কারণে মারছে আমরা কিছুই বুঝতেছি না।’

এনাম মেডিকেল কলেজের চিকিৎসক এজাজ বলেন, বেলা সোয়া তিনটার দিকে বাবুল হোসেনকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম ছিল। চিকিৎসকেরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মনিরুল ইসলাম বলেন, আকসিরনগর আবাসিক প্রকল্পে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ ন য় ল কজন প রকল প র কজন র

এছাড়াও পড়ুন:

আজ থেকে শুরু পঞ্চম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

করতোয়া বিধৌত পুণ্ড্রনগরের হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন জনপদের শহর বগুড়ায় আজ থেকে পঞ্চম  ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫  (বিআইএফএফ)’ শুরু হচ্ছে।  জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে  জেলা শিল্পকলা একাডেমি বগুড়া এবং মধুবন সিনেপ্লেক্সে শুরু হচ্ছে এ আয়োজন। তিন দিনব্যাপি এই আয়োজনটি শেষ হবে ২২ ফেব্রুয়ারি। 

বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবটি আজ  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা।  

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বের ৩৩ দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে যা গতবারের আয়োজনের দ্বিগুণ। প্রতিযোগিতামূলক এই উৎসবে  ৫ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও কর্মী উৎসবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত উৎসব পরিচালক সুপিন বর্মন। 

মাস্টার ক্লাস ও মুক্ত আলোচনায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার ও  যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহম্মেদ তাওকীর। 

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ । উৎসব পরিচালক সুপিন বর্মন জানান  ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জন্য জুরি হিসেবে থাকছেন দেশের ও বিদেশের স্বনামধন্য দশজন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী। 

দেশীয় জুরিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, অভিনেত্রী কাজী নওসাবা আহম্মেদ, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম,  স্ক্রিপ্ট রাইটার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, লেখক ও সাংবাদিক অনিন্দ্য মামুন, চলচ্চিত্র নির্মাতা শায়লা রহমান তিথি। 

বিদেশি জুরিদের মধ্যে রয়েছেন মিশর থেকে চলচ্চিত্র নির্মাতা মারওয়া ইলসাকুরি, ভারত থেকে নির্মাতা রাকেশ আন্দানিয়া ও অমল ভাগাত। ইতোমধ্যে অনলাইনে ছবি দেখে জুরিদের বিচারকার্য শেষ হয়েছে বলে জানান উৎসব পরিচালক সুপিন বর্মন।

২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে ৫ম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার প্রাপ্ত ইকবাল হোসাইনের বলী।  উল্লেখ্য যে ২০-২২ তারিখ জেলা শিল্পকলা একাডেমিতে এবং ২০-২১ ফেব্রুয়ারি মধুবন সিনেপ্লেক্সে একযোগে  সকাল ১০ থেকে ৯টা পর্যন্ত চলবে প্রদর্শনী। 

এ বিজ্ঞপ্তিতে  পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার জুরিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের ধন্যবাদসহ  বগুড়ার সকল স্তরের মানুষের প্রতি উৎসব সফল করতে  সহযোগিতা কামনা করেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • জাবিয়ান ফুটসাল কার্নিভাল শুরু
  • ফুল দিতে যাওয়া ছাত্রলীগ কর্মীকে মারধরের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
  • এমসি কলেজে শিক্ষার্থীকে পেটানোর প্রতিবাদে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০
  • ৩৩ দেশের ৯৭টি চলচ্চিত্র নিয়ে বগুড়ায় আজ থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • আজ থেকে শুরু ৫তম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’
  • আজ থেকে শুরু পঞ্চম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’