চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলা প্যাট কামিন্স খেলবেন আইপিএলে
Published: 21st, February 2025 GMT
ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। বর্তমানে তিনি পরিবারের সাথে আছেন এবং ইনজুরি থেকে সেরে উঠছেন। শিগগিরই ফিটনেস ট্রেনিং শুরু করবেন।
এমন সময় আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) অজি অধিনায়ক জানিয়েছেন, তিনি আইপিএল দিয়ে মাঠে ফিরবেন। আইপিএল শেষ করে খেলবেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। এ বিষয়ে কামিন্স বলেছেন, ‘‘দারুণ একটা মাস কাটতেছে। পরিবারকে পুরোপুরি সময় দিচ্ছি। যেখানে অনুশীলন কিংবা আসন্ন কোনো সফরের তাড়া নেই। এভাবে পরিবারের সঙ্গে সময় কাটানোটা আসলেই বিশেষ কিছু। আগামী সপ্তাহ থেকে বোলিং শুরু করব। ফিটনেস ট্রেনিং শুরু করব। আইপিএলের জন্য প্রস্তুত হব।’’
কামিন্সকে অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে রাখা হয়েছিল। কিন্তু ভারতের বিপক্ষের বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দিকে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। যে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। জানুয়ারিতে শেষ পর্যন্ত প্রাথমিক দল থেকে কামিন্সকে বাদ দিতে হয় ইনজুরির কারণে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলেও কামিন্স আইপিএলে শক্তিশালী হয়ে ফিরতে চান। তার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অবদান রাখতে চান। যারা তাকে দলে নিয়েছে ১৮ কোটি রূপিতে।
আরো পড়ুন:
রিকেলটনের সেঞ্চুরি আর তিন ফিফটিতে দ.
আইসিসির মঞ্চে অভিষেক সেঞ্চুরিতে ভাস্বর রিকেলটন
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি’
বাস্তব চরিত্রকে এবার পর্দায় ‘জীবন্ত’ করছেন বলিউড তারকা ইমরান হাশমি। তেজসপ্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট নরেন্দ্রনাথ ধর দুবের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান। ২০০১ সালে নয়াদিল্লির লোকসভা কেন্দ্র ও গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এক অপারেশনকে ঘিরে এ ছবির কাহিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইমরান এ ছবিকে ঘিরে তাঁর নিজের অভিজ্ঞতার কথা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ইমরান সংবাদ সম্মেলনে বলেন, ‘আসল সত্যি প্রকৃত ঘটনার চেয়ে ভয়ংকর—এই প্রবাদ এ ছবির গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। (নরেন্দ্রনাথ ধর) দুবেজির সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। ওনার চরিত্রেই আমি অভিনয় করছি। আমি ওনাকে বলেছিলাম যে এই গল্প ফিল্মের চেয়ে বেশি ফিল্মি। ২০০৩ সালে অফিসাররা এই অপারেশন যেভাবে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছিলেন, তা এককথায় অবিশ্বাস্য ও অভূতপূর্ব।’
‘গ্রাউন্ড জিরো’ সিনেমা ইমরান। আইএমডিবি