২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা ৫২'র ভাষা আন্দোলনের শহীদসহ  মুক্তি সংগ্রামের সকল লড়াকুদের স্মরণে প্রভাত ফেরি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় জেলা কার্যালয় থেকে র‍্যালি শুরু করে বি বি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌছায়৷ পরবর্তীতে শহীদ মিনারের বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ  সহ-সভাপতি সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, অর্থ সম্পাদক শাহিন মৃধাসহ জেলা কমিটির নেতৃবৃন্দরা। এছাড়াও  নারায়ণগঞ্জ কলেজ কমিটির আহবায়ক মৌমিতা নূর, সদস্য সচিব আবিদ রহমান, ভোলাইল শাখার আহ্বায়ক মাহাদি হাসান,যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন, তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা সহ অন্যান্য কর্মী-সংগঠকরা উপস্থিত ছিলেন।

 

 

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, " মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকেই জন্ম নিয়েছিল প্রতিবাদ, আর সেই প্রতিবাদই আমাদের সংগ্রামের শক্তি দিয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই চেতনা আজও আমাদের পথ দেখায়, অধিকার আর ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেয়।

 

ভাষা শহীদরা শুধু ভাষার জন্য নয়, বৈষম্য ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আজও ছাত্রসমাজ সেই স্বপ্ন নিয়েই লড়ছে— সবার জন্য সমান শিক্ষা, গণতন্ত্র আর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।"

 

শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতার বিনির্মানে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে তিনি আরো বলেন, '২১শে ফেব্রুয়ারি শুধু স্মরণ করার দিন নয়, এটি নতুন শপথ নেওয়ার দিন— অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন। আমরা প্রতিজ্ঞা করছি, আপামর ছাত্রসমাজকে সংগঠিত করে ভাষার মর্যাদা রক্ষা, মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন লড়াই অব্যাহত রাখবে।"

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র জন য

এছাড়াও পড়ুন:

বিনম্র শ্রদ্ধায় একুশের বীর শহীদদের স্মরণ করলো পূজা পরিষদ

মহান একুশে ফেব্রুয়ারি  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রভাত ফেরি ও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল নয়টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ একুশের প্রভাত ফেরীতে অংশ নেয়। এরপর  চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি তিলোত্তমা দাস,   সহসভাপতি প্রদীপ সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি হিমাদ্রী সাহা হিমু, যুগ্মসম্পাদক শংকর কুমার রায়, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যমল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, প্রচার সম্পাদক তারক দাস, সহ-প্রচার সম্পাদক তপন গোপ সাধু, ১৪নং ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ সাহা, সাংস্কৃতিক সম্পাদক ভজন সাহা, সদস্য বিশ্বজিৎ ঘোষ, সুজন দাস, প্রান কৃষ্ণ ভৌমিক, পরশ হাজরা, শ্যামল শর্মা যোগিন্ড দাস প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর জিয়ামঞ্চ’র শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
  • ভাষা শহীদদের প্রতি মহানগর ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন 
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আলোচনা সভা
  • বিনম্র শ্রদ্ধায় একুশের বীর শহীদদের স্মরণ করলো পূজা পরিষদ
  • ভাষা শহীদদের প্রতি না’গঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
  • বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী 
  • তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বালকদের ক্রিকেট প্রতিযোগিতা