রাজশাহীর পদ্মাপাড়ে মুখে স্কচটেপ লাগানো যুবকের লাশ উদ্ধার
Published: 21st, February 2025 GMT
রাজশাহী নগরের পদ্মার পাড়ে মুখে স্কচটেপ লাগানো এক যুবকের লাশ পাওয়া গেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নগরের লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। শুক্রবারই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশটি পদ্মাপাড়ের ওই কাশবনেই ছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট রয়েছে। চোখে চশমা আছে। তার মুখ পলিথিন দিয়ে ঢাকা রয়েছে। এর ওপরে স্কচটেপ লাগানো আছে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘‘বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ যায়।”
নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, ‘‘শরীরের কোথাও আঘাত দেখা যাচ্ছে না। তবে আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। দুপুরের দিকে তাকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’’
এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা/কেয়া/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্বাধীনতা দিবসে নানা আয়োজন
ছবি: ইকবাল হোসেন