উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পেয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে। আর বার্সেলোনা পেয়েছে বেনফিকাকে।

এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল পেয়েছে প্যারিস সেন্ত জার্মেইকে। ২০১৮-১৯ মৌসুমের পর এই প্রথম পিএসজিকে পেল লিভারপুল। সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল।

রিয়ালের মতো বায়ার্ন মিউনিখ শেষ ষোলোতে খেলবে স্বদেশি ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে। আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড খেলবে লিঁলের বিপক্ষে। আর ইন্টার মিলান পেয়েছে নেদারল্যান্ডসের ক্লাব ফেয়েনূর্ডকে। ইংলিশ ক্লাব আর্সেনাল পেয়েছে পিএসভি আইন্দহোভেনকে। আর অ্যাস্টন ভিলা পেয়েছে ক্লাব ব্রুগকে।

আরো পড়ুন:

বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়ে নারী ফুটবল দল ঘোষণা

কষ্টের জয়ে শীর্ষে বার্সা

শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৪-৫ মার্চ। আর ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১১-১২ মার্চ।

শেষ ষোলোর পূর্ণাঙ্গ ড্র:
> প্যারিস সেন্ত জার্মেই বনাম লিভারপুল
> রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
> ফেয়েনূর্ড বনাম ইন্টার মিলান
> বরুশিয়া ডর্টমুন্ড বনাম লিঁলে
> ক্লাব ব্রুগ বনাম অ্যাস্টন ভিলা
> পিএসভি আইন্দহোভেন বনাম আর্সেনাল
> বায়ার্ন মিউনিখ বনাম বায়ার লেভারকুজেন
> বেনফিকা বনাম বার্সেলোনা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ

এছাড়াও পড়ুন:

পোশাকশিল্প মালিকেরা করপোরেট কর অপরিবর্তিত চান

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা আগামী ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে করপোরেট করহার বর্তমানের মতো ১২ শতাংশ বহাল রাখার দাবি জানিয়েছেন। তাঁরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে রপ্তানিমুখী খাতটি ঝুঁকিতে রয়েছে। এমন প্রেক্ষাপটে করপোরেট কর বাড়ানো হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীর মধ্যে আস্থার ঘাটতি দেখা দিতে পারে।

রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক্‌-বাজেট আলোচনায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর এবং বিকেএমইএর নেতারা এ দাবি করেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। প্রাক্‌–বাজেট আলোচনায় অংশ নেন বিজিএমইএর সহায়ক কমিটির সদস্য এনামুল হক, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএর সহসভাপতি সালেউদ জামান খান প্রমুখ।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম আগামী পাঁচ অর্থবছরের জন্য উৎসে কর দশমিক ৫ শতাংশ করার দাবি জানান। তিনি শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবাকে ১০০ শতাংশ ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব করেন। বিকেএমইএ বন্ড ব্যবস্থাপনায় আমদানি পণ্যের চালান খালাসের সময় যে জটিলতা দেখা দেয়, তা নিরসনে এইচএস কোড সহজ করা ও ৮ ডিজিটের পরিবর্তে ৬ ডিজিটের এইচএস কোড চালুর দাবি জানিয়েছে। সংগঠনটি আগামী বাজেটে জ্বালানিসাশ্রয়ী বাতির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে আবার ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।

ম্যান মেইড বা কৃত্রিম তন্তুর তৈরি পোশাক খাতের বিনিয়োগ ও রপ্তানি উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা প্রদান, দেশের বাজারে কৃত্রিম সুতা বিক্রির ওপর থেকে ৩ শতাংশ কর প্রত্যাহার, কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাকের কাঁচামাল আমদানিতে দেওয়া অগ্রিম কর (এটি) ও সম্পূরক শুল্ক (এসডি) এবং প্রযোজ্য ভ্যাট প্রত্যাহার চেয়েছে বিকেএমইএ।

এদিকে তুলা ও সুতা সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান ১ শতাংশ উৎসে কর কর্তনের হার দশমিক ৫০ করার দাবি জানায় বিটিএমএ। এ ছাড়া শিল্পোৎপাদনে ব্যবহৃত কাঁচামালের সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান ৩ শতাংশের পরিবর্তে দশমিক ৫ শতাংশ করার আহ্বান জানান।

সম্পর্কিত নিবন্ধ