অপারেশন ডেভিল হান্ট: ১৩ দিনে গ্রেপ্তার ৭৩১০
Published: 21st, February 2025 GMT
অপারেশন ডেভিল হান্টে এক দিনে আরো ৪৬১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে ১৩ দিনে মোট ৭ হাজার ৩১০ জনকে গ্রেপ্তার করা হলো।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে আরো বলা হয়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধ মিলিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ১ হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাপাতি, শুটারগান ও বন্দুক।
গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা রয়েছে, তাদের আটকের পাশাপাশি চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরও গ্রেপ্তার করা হচ্ছে। দেশজুড়ে অভিযানে ১৩ দিনে অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে ১২ হাজার ৭২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার। পরদিন সন্ধ্যার পর থেকে অভিযানে নামে যৌথ বাহিনী।
ঢাকা/মাকসুদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইন্তিফাদার উদ্যােগে ঈদ সামগ্রী উপহার প্রদান
আত্মা মানবতার সেবায় সামাজিক কল্যাণে অরাজনৈতিক একটি সেবা মূলক প্রতিষ্ঠান ইন্তিফাদার উদ্যােগে ৩০০ শত সুবিধাবঞ্চিতদের মাঝে একটি করে মুরগি সহকারে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা দারুল আমান মসজিদ প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।
ঈদ সামগ্রী উপহার প্রদান কালে এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন- সংগঠনটির উপদেষ্টা মুহাম্মদ জামাল হোসাইন।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দারুল আমান মসজিদের সভাপতি ও ইন্তিফাদা সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আলহাজ্ব কফিল আহমেদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে মো মওদূদীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গাজী হোসাইন, মনির হোসেন, মেহেদী হাসান সহ আরো অনেকে।