একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে আগে ফুল দেওয়া নিয়ে হিজলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পর সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারের সমর্থকদের সঙ্গে সদস্য সচিব মনির দেওয়ান ও যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরির সমর্থকদের মধ্যে মারামারির এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একুশের প্রথম প্রহরে পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস হোসেন, হিজলা থানা, নৌ পুলিশ, আনসার, হিজলা সরকারি ডিগ্রি কলেজ ও ফায়ার সার্ভিস শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিএনপিকে শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানানো হয়। তখন আহ্বায়ক গাফফার তালুকদার এবং সদস্য সচিব মনির দেওয়ান ও যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরির নেতৃত্বে পৃথক দুটি গ্রুপ শহীদ মিনার পাদদেশে অপেক্ষমাণ ছিল। আগে ফুল দেওয়ার জন্য দুই পক্ষই শহীদ মিনারে ওঠে।

পদাধিকার বলে আহ্বায়ক আগে ফুল দেবে এমন দাবিতে তার অনুসারীরা অপরপক্ষকে বাধা দেয়। তখন দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে লাঞ্ছিত হন আহ্বায়ক গাফফার তালুকদার। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস হোসেন এসে গাফফার তালুকদারকে নিরাপদে সরিয়ে নেন। পুলিশ প্রথমে নীরব থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক নিয়ে সমঝোতা করার পর তারা একত্রে শহীদ মিনারে ফুল দেন বলে প্রত্যক্ষদর্শী সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক গাফফার তালুকদার দাবি করেন, তাদের মধ্যে কিছু হয়নি। প্রশাসনের পর বিএনপির শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত ছিল। ঘোষক বিএনপিকে এড়িয়ে শিক্ষক সমিতির নাম ঘোষণা দেয়। এতে বিএনপি কর্মীরা প্রতিবাদ জানানোয় শহীদ মিনারে বিশৃঙ্খল হয়েছিল। তারা ৩ নেতা একসঙ্গেই ফুল দিয়েছেন।

সদস্য সচিব মনির দেওয়ান বলেন, আহ্বায়কের সঙ্গে যুবদলের একজন শহীদ মিনারে ওঠেন। পদাধিকার বলে তিনি উঠতে পারেন না। তাকে নামিয়ে দেওয়ায় কিছুটা বিশৃঙ্খলা হয়। পরে আহ্বায়ককে সঙ্গে নিয়ে একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শ্রদ্ধা নিবেদনের সিরিয়ালের ঘোষক বিএনপির আহ্বায়কের আগে সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা দেন। এনিয়ে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে তাদের মিটমাট করে দিলে ৩ নেতা একসঙ্গে শ্রদ্ধা জানান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ২১ ফ ব র য় র ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

বরফঠান্ডা পানিতে একসঙ্গে ২৪৬১ মানুষের গোসল

প্রচণ্ড শীতে জলাশয়ের প্রায় বরফঠান্ডা পানিতে গোসল করার কথা শুনলে অনেকেই পিছিয়ে যাবেন। তবে চেক প্রজাতন্ত্রের ২ হাজার ৪৬১ জন একসঙ্গে এই কঠিন কাজ করে দেখিয়েছেন। ৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রার পানিতে গোসল করেছেন তাঁরা। যেটাকে বলা হয় ‘পোলার বিয়ার ডিপ’।

‘সাহসী’ এই কাজের লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় বৃহৎ হ্রদ মোস্ট লেকে গত ১ মার্চ ওই গোসলের আয়োজন করা হয়।

ওই আয়োজনের উদ্যোক্তা ডেভিড ভেনকল। তিনি একজন ফ্রিডাইভার। ‘কোল্ড থেরাপি’ পরামর্শক হিসেবেও চেক প্রজাতন্ত্রে তাঁর নামডাক আছে।

সাঁতারের পোশাকে ঠান্ডা পানিতে নেমে ‘পোলার বিয়ার ডিপ’ করতে হয়। অনেক দেশেই এ ধরনের আয়োজন করা হয়। সাধারণত দাতব্যকাজের জন্য তহবিল সংগ্রহ করতে কিংবা নতুন বছরের প্রথম দিন উদ্‌যাপন করতে এমন আয়োজন করা হয়।

আগে ‘পোলার বিয়ার ডিপ’-এর রেকর্ড ছিল পোল্যান্ডের একটি দলের। ২০১৫ সালে পোল্যান্ডের ১ হাজার ৭৯৯ জনের একটি দল ঠান্ডা পানিতে গোসল করে ওই রেকর্ড গড়েছিল।

ভেনকলের অবশ্য এটাই প্রথম রেকর্ড গড়ার উদ্যোগ নয়। এর আগে তিনি কোনো ধরনের পাখনা ও ডাইভিং স্যুট ছাড়া বরফপানির নিচে সবচেয়ে বেশি সময় সাঁতার কাটার রেকর্ড গড়েছিলেন। ২০২১ সালে তিনি ওই রেকর্ড গড়েন এবং চলতি বছরের মার্চ পর্যন্ত ওই রেকর্ডের মালিক ছিলেন।

‘কোল্ড থেরাপি’ শরীর ও মনের স্বাস্থ্যের জন্য কতটা ভালো, তা দেখাতে ২ হাজার ৪৬১ জনকে নিয়ে বরফঠান্ডা পানিতে গোসলের আয়োজন করা হয়েছিল।

গোসলের দিন সকালে অংশগ্রহণকারীরা নাম নিবন্ধন করেন এবং বিকেলে ৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রার পানিতে নেমে গোসল করেন।

গোসলে অংশ নেওয়ার আগে প্রত্যেক অংশগ্রহণকারীর সঙ্গে কথা বলেছেন কোল্ড থেরাপি বিশেষজ্ঞরা। তাঁরা অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য ঠান্ডা পানিতে গোসলে নামার আগে বেশ কিছু পরামর্শ দেন।

প্রথমে অভিজ্ঞ ব্যক্তিরা পানিতে নামেন। রেকর্ড গড়তে সব অংশগ্রহণকারীকে অন্তত এক মিনিট পানিতে সম্পূর্ণ শরীর ডুবিয়ে রাখতে হয়েছে। সফলভাবে এক মিনিট পার করার পর নতুন রেকর্ড গড়ার উল্লাসে চিৎকার করে ওঠেন অংশগ্রহণকারীরা।

সম্পর্কিত নিবন্ধ

  • পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজন হতে দেব না, বললেন মমতা
  • মস্তিষ্ক ভালো রাখতে বাদামের সঙ্গে খাবেন কোন খাবার 
  • বরফঠান্ডা পানিতে একসঙ্গে ২৪৬১ মানুষের গোসল
  • গরমে স্বস্তির পানীয়
  • লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ
  • আংটি পরে জর্জিনা লিখলেন ‘আমিন’, তবে কি বিয়ে করছেন রোনালদো
  • কিশোরগঞ্জে নলি বিলে মাছ ধরার উৎসব
  • বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদ ‘প্রয়োজনীয়’ ছিল: সাক্ষাৎকারে মেলিন্ডা
  • একসঙ্গে উঠলেন নাগরদোলায়, হঠাৎ অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা   
  • বন্ধুদের সঙ্গে মিরিঞ্জা ভ্যালি যাচ্ছিলেন, জিপ থেকে ছিটকে পড়ে তরুণের মৃত্যু