গৃহবধূকে ধর্ষণ, প্রতিশোধ নিতে যুবককে হত্যা
Published: 21st, February 2025 GMT
কলমাকান্দায় রাজীব তালুকদার নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে বড়খাপন ইউনিয়ের গোবিন্দপুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে রাজীবের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতেই রাজিবকে হত্যা করে আটক যুবক। আটকের পর জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে সে। পরে তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
নিহত রাজিবের পরিবারের লোকজন জানায়, গত বৃহস্পতিবার রাতে একটি ফোন কলে বাড়ি থেকে বের হয়ে যান রাজিব। পরে শুক্রবার সকালে গোবিন্দপুর গ্রামের একটি রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী।
নিহত রাজিব কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রাজীব এলাকায় চুরি করত। তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এছাড়া এলাকার মেয়েদের উত্যক্ত করত। আটক যুবকের স্ত্রীকে ধর্ষণ করে রাজিব। বিষয়টি জানতে পেরে প্রতিশোধ হিসেবে গত বৃহস্পতিবার রাতে রাজিবকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ গ্রামের নির্জন এলাকায় ফেলে রাখে। শুক্রবার সকালে এলাকার লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধারের পরপরই সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। হত্যার বিষয়টি স্বীকার করে সে জানায় তার স্ত্রীকে ধর্ষণ করেছিল রাজিব। বিষয়টি জানার পর প্রতিশোধ নিতে পরিকল্পনা করে সে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে মোবাইলফোনে কল করে রাজিবকে নির্জন স্থানে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
রবিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেল লাইনের পাশের সড়কে ঘটনাটি ঘটে।
নিহত ইসহাক মিঝি চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি শফিক নামে এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আরো পড়ুন:
বগুড়ায় কবিরাজকে ‘কুপিয়ে’ হত্যা
পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক
আটক ব্যক্তির নাম সোহরাব হাওলাদার (৪০)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে। ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৪টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছেন। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেলেন এলাকাবাসী। বাকিরা পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “নিহতের ভাগ্নে শরিফ মরদেহ শনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও যানটি শনাক্ত করেছেন।”
তিনি আরো বলেন, “এ ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/অনিক/মাসুদ