Samakal:
2025-03-24@13:37:21 GMT

ডেভিল হান্টে ১৩ দিনে আটক ৭৩১০ জন

Published: 21st, February 2025 GMT

ডেভিল হান্টে ১৩ দিনে আটক ৭৩১০ জন

অপারেশন ডেভিল হান্টে এক দিনে আরও ৪৬১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে ১৩ দিনে মোট ৭ হাজার ৩১০ জনকে আটক করা হলো। শুক্রবার বিকেলে পুলিশ সদরদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধ মিলিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) ১ হাজার ১৮৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাপাতি, শুটারগান ও বন্দুক।

গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা রয়েছে, তাদের আটকের পাশাপাশি চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরও আটক করা হচ্ছে। দেশজুড়ে অভিযানে ১৩ দিনে অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে ১২ হাজার ৭২৪ জনকে আটক করা হয়েছে।

গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার। পরদিন সন্ধ্যার পর থেকে অভিযানে নামে যৌথ বাহিনী।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ-ভারত ম্যাচ এখন যেন হামজা-ছেত্রী লড়াই

বাংলাদেশ দল সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার আগেই ভারত এল সংবাদ সম্মেলন করতে। দুই দলের কোচ, অধিনায়ক, খেলোয়াড়সহ চারজনকে একসঙ্গে পাওয়া গেল। শিলং শহরের প্রাণকেন্দ্র পুলিশ বাজারের পাশেই বাংলাদেশ দলের আবাস ভিভান্তা হোটেলের হলরুমের মঞ্চে তাঁরা সহাস্যে ছবির জন্য পোজ দিলেন। করমর্দন করলেন। আন্তর্জাতিক ম্যাচের আগে এসব নিছকই সৌজন্যতা।

কিন্তু আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু ম্যাচে এই সৌজন্যতা থাকবে না। এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচটা দুই দলই জিততে চায়। তাই মাঠেই হবে আসল টক্বর।

আরও পড়ুনবাংলাদেশ না ভারত ফুটবল দল, বাজারমূল্যে কে এগিয়ে২৩ মার্চ ২০২৫

তবে এর আগে আজ দুপুরের দিকে দুই দলের যে সংবাদ সম্মেলন হলো, তাতে একে অন্যের প্রতি সম্মানের কোনো ঘাটতি চোখে পড়েনি। বাংলাদেশ যেমন সুনীল ছেত্রীর আট মাস পর ফিরে আসাকে সম্মান করছে, তেমনি বাংলাদেশ দলের জার্সিতে প্রথমবারের মতো হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি সমীহের চোখে দেখছে ভারতও।

বাংলাদেশ দলের লক্ষ্য একটাই—জয়। হামজা আসায় এই ম্যাচ নিয়ে তৈরি হওয়া উন্মাদনা কাজে লাগাতে চান জামালরা। গত কদিনে শিলংয়ে অনুশীলন মাঠ নিয়ে নানা টানাপোড়েনকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বাংলাদেশের কোচ-অধিনায়ক। কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া দুজনই বলেছেন, জেতার জন্য বাংলাদশ দল তৈরি। মাঝখানে যা সমস্যা হয়েছে সেগুলো ভুলে যেতে চান তাঁরা।

বাংলাদেশ দলের অনুশীলনে হামজা চৌধুরী

সম্পর্কিত নিবন্ধ