শিল্পকলার মঞ্চে একজোড়া জুতা হারানোর গল্প
Published: 21st, February 2025 GMT
নাট্যদল প্রাচ্যনাটের ২৯ বছর পূর্তি উপলক্ষে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘এক জোড়া জুতা’। শনিবার ও রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।
‘এক জোড়া জুতা’ নাটকটি রচনা করেছেন মেহরাব রহমান এবং নির্দেশনা দিয়েছেন ইমামুল হক।
নাটকের কাহিনীতে দেখা যাবে, এক জোড়া হারানো জুতার গল্প। জুতা হারানোর পর চারদিক শূন্য হয়ে যায়, মাতৃভূমির উর্বর মাটিও শূন্য পড়ে থাকে, শূন্য থাকে কৃষকের ঘর, তারুণ্যের সোনালী স্বপ্ন। পুরো নাটক জুড়েই শিল্পীরা কীভাবে এ জুতা হারিয়েছে সেটা খুঁজে বেড়াবেন।
সবাই প্রতীক্ষায় থাকে কখন খুঁজে পাওয়া যাবে সেই একজোড়া জুতা। এই জুতা খোঁজার মধ্য দিয়ে স্বজন হারানো ব্যথার নানান ব্যঞ্জনা উঠে এসেছে নাটকটিতে।
নাটকটি যৌথভাবে প্রযোজনা করছে কানাডার ‘টরন্টো থিয়েটার ফোকস’ এবং ‘প্রাচ্যনাট’। সংগীত করেছেন নাওয়ার আশিকুজ্জামান এবং আশিকুজ্জামান টুলু, মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন শতাব্দী ওয়াদুদ ও সার্বিক তত্ত্বাবধানে আছেন আজাদ আবুল কালাম।
১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি ‘প্রাচ্যনাট’ এর পথচলা শুরু হয়। নাট্যদলটি সার্কাস সার্কাস, এ ম্যান ফর অল সিজনস, কইন্যা, রাজা এবং অন্যান্য, কিনু কাহারের থেটার, পুলসিরাত ও খোয়াবনামাসহ বেশি কিছু নাটকের কারণে প্রশংসিত হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন টকট
এছাড়াও পড়ুন:
মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধির টেলিকনফারেন্স
যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ (উচ্চ প্রতিনিধি) ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।
যুক্তরাষ্ট্র জুলাই বিদ্রোহের সময় বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।